উরফিকে নগ্ন হওয়ার প্রস্তাব, যা বললেন অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
অশালীন পোশাক পরে সব সময় সমালোচনার শিকার হন উরফি জাভেদ। এ কারণে হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়েছেন। হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও হেনস্তার শিকার। কিন্তু এসবে পাত্তা দেননি। সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরো বেশি অর্ধনগ্ন ছবি প্রকাশ করেছেন।
একবার তো সম্পূর্ণ অনাবৃত বুকে এসেছিলেন ক্যামেরার সামনে। লজ্জা নিবারণের জন্য একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছিলেন সংবাদপত্র। তাই দেখে এক ব্র্যান্ড ভেবেছিল নগ্নতা সম্ভবত ডালভাত উরফির কাছে। দিয়েছিলেন নিজেদের একটি বিজ্ঞাপনে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রস্তাব। এতে উরফি তো সাড়া দিলেনই না, উল্টো হলেন ক্ষুব্ধ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক মুখগহ্বররের পরিচ্ছন্নতা-সংক্রান্ত ব্র্যান্ড থেকে বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দেয়া হয় উরফিকে। একটি ই-মেইলও করা হয় অভিনেত্রীকে। সেখানে বলা হয়, ‘উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে। তিনি কি সম্পূর্ণ নগ্ন হবেন?’
বিষয়টি ভালোভাবে নেননি উরফি। ওই মেইলের একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। হোয়াটসঅ্যাপের শেয়ার করেন। সঙ্গে লেখেন, ‘সমস্ত রকমের সীমা অতিক্রম করল এই ব্র্যান্ড। আমি বহু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন আক্রমণাত্মক কিছু দেখিনি। আমার সহকারী দল বিষয়টি দেখে নেবে। আপনারা প্রস্তুত থাকুন।’
এর আগে বহুবার হেনস্তার শিকার হতে হয়েছে উরফিকে। একবার পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। তাদের দেখে ছবি তোলার জন্য রেস্তোরাঁয় ভিড় করছিলেন অনেকেই। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উরফিকে দেখে প্রশ্ন করেছিল, ‘কতজনের সঙ্গে সহবাস করেছ?’ প্রশ্ন শুনেই চটেছিলেন উরফি।