×

বিনোদন

৪৮ ঘণ্টায় ৪০০ কোটি আয় করলো ‘পুষ্পা ২’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

৪৮ ঘণ্টায় ৪০০ কোটি আয় করলো ‘পুষ্পা ২’

ছবি: সংগৃহীত

   

তিন বছর ধরে তিল তিল করে জমেছিল অপেক্ষার পাহাড়। এ অপেক্ষা ছিল ‘পুষ্পা ২’ -এর। গত ৫ ডিসেম্বর পুস্পা রাজ রূপে আল্লু অর্জুন ধরা দিতেই ধৈর্যর তার ছেড়ে। বাঁধ কাটা জলস্রোতের মতো জনস্রোত হয় হলমুখী।  ফলস্বরুপ প্রথম দিনই আয়ের ঝুলিতে ১৭৪.৯ কোটি রুপি তলে নেয় সুকুমার রায়ের সিনেমা। 

পরের দিন ৯০.১০ কোটি রুপি। যা প্রথম দিনের সঙ্গে যোগ করলে দাঁড়ায় ২৬৫ কোটি রুপি। এ তো গেলে ছবিটির ভারতের হলগুলো তেহকে আয়ের হিসাব। এবার জানা গেছে বিশ্বব্যাপী আয়ের হিসাব। দুই দিন তথা ৪৮ ঘণ্টায় ৪০০ কোটি টাকা তুলে নিয়েছে ‘পুষ্পা ২’।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিন হাসতে হাসতে তুলে নিয়েছে ২৯৪ কোটি রুপি। দ্বিতীয় দিনের ব্যবসাও রমরমা। যা যোগ করতেই ছুঁয়েছে ৪০০ কোটির ঘর। এ খবর শুনে চক্ষু চড়ক গাছ সকলের।

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ২ দিনেই ‘পুষ্পা ২’ ছাপিয়ে গিয়েছে 'পুষ্পা ১: দ্য রাইজ' ছবির লাইফটাইম কালেকশন। অ্যাকশন প্যাকড ব্লকব্লাস্টার সিনেমা 'পুষ্পা ২' হিন্দিতে নেট আয় করেছে ১২০ কোটি টাকা। 'পুষ্পা'-র প্রথমভাগের হিন্দিতে লাইফটাইম আয় ১০৬ কোটি টাকা ৷

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। গেল বারের মতো এবারও আল্লুর বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। ছিলেন ফাহাদ ফাসিলও। তার চরিত্রটি এবারও শক্তিশালী ছিল। পুষ্পা রাজের সঙ্গে তার টক্কর ছিল সেয়ানে সেয়ানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App