×

বিনোদন

‘কন্টেম্পোরারি বাংলা কয়্যার’ নামে স্যাম্পল প্যাক প্রকাশ পেলো স্প্লাইস-এ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

‘কন্টেম্পোরারি বাংলা কয়্যার’ নামে স্যাম্পল প্যাক প্রকাশ পেলো স্প্লাইস-এ

ছবি: সংগৃহীত

   

আরোহ লেবেলের অধীনে ‘কন্টেম্পোরারি বাংলা কয়্যার’ নামে একটি নতুন স্যাম্পল প্যাক প্রকাশ পেয়েছে স্প্লাইস-এ । এটি রচনা ও প্রযোজনা করেছেন ঢাকা ভিত্তিক সঙ্গীতশিল্পী এবং গীতিকার আরমীন মুসা।

লস-এঞ্জেলস ভিত্তিক ভারতীয় গীতিকার এবং আরোহের শিল্পনির্দেশক, ধ্রুভ গোয়েল এই স্যাম্পল প্যাকটি কিউরেট করেছেন । আরমীন মুসা রচিত এই কণ্ঠনির্ভর অ্যাকাপেলা ভোকাল প্যাকটিতে রয়েছে বাংলা সঙ্গীতের ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে তৈরি ভোকাল হারমনি, কয়্যার সাউন্ড, বোল, সারগাম এবং লোক সঙ্গীতের সুরে তৈরি সাউন্ড প্যাক।

সাধারণত স্যাম্পল প্যাক হলো এমন একটি সাউন্ড কালেকশন যা অন্যান্য সঙ্গীতশিল্পীরা তাদের নিজস্ব গান তৈরিতে ব্যবহার করতে পারেন।

অতিথি শিল্পী আদনান রুশদি, অবন্তী সিঁথির সাথে এতে কণ্ঠ দিয়েছেন ঘাসফড়িং কয়্যার এর শিল্পী আতকিয়া সাদিয়া রহমান এবং নন্দনাংশু পুরকায়স্থ ধ্রুব । এছাড়াও আরমীন মুসা নিজেও এখানে কণ্ঠ দিয়েছেন।

ঢাকাস্থ কলরব স্টুডিওতে রেকর্ডকৃত এই এলবামটির শব্দ প্রকৌশল অংশে কাজ করেছেন ইফতেখারুল শুভ। কভারের আর্টওয়ার্কটি ডিজাইন করেছেন বাংলাদেশের চিত্রশিল্পী নাজনীন মিম। স্প্লাইস একটি ক্লাউড-ভিত্তিক সঙ্গীত তৈরির প্ল্যাটফর্ম, যা স্যাম্পল লাইব্রেরি, অডিও প্লাগইন এবং সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা প্রদান করে।

এটি পুরো বিশ্বের সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রযোজকদের দ্বারা বহুল ব্যবহৃত একটি মাধ্যম। ‘আরোহ’, স্প্লাইস-এর একটি নতুন স্যাম্পল লেবেল, যেখানে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী সাউন্ডের স্যাম্পল প্যাকগুলি পাওয়া যাচ্ছে। বিশ্বের আধুনিক সঙ্গীত স্রষ্টাদের সহযোগিতা এবং উৎসাহিত করাই এই স্যাম্পলগুলি রেকর্ড করার উদ্দেশ্য ।

সঙ্গীত স্রষ্টাদের অনুপ্রাণিত করতে স্প্লাইস সাউন্ড  স্যাম্পল, লুপ, প্রিসেট এবং প্লাগইন-এর বৃহত্তম লাইব্রেরি সরবরাহ করে এবং এটি বিশ্বের শীর্ষস্থানীয় সঙ্গীত সৃষ্টির প্ল্যাটফর্ম । বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং সাউন্ড ডিজাইনারদের সৃজনশীলতার সীমানা প্রসারিত করতে এবং উচ্চমানের সঙ্গীত তৈরি করতে স্প্লাইস একটি সহজপ্রাপ্য এবং সহযোগিতামূলক পরিবেশে তৈরিতে  সহায়তা করে।

সঙ্গীতজগতে লাইভ পারফর্মার হিসেবে পরিচিত হলেও আরমীন মুসা একজন গীতিকার হিসেবেও স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিউজিক্যাল প্রজেক্টে যুক্ত রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফেসবুক সাউন্ড কালেকশন প্রজেক্ট, অনিরুদ্ধ সেনের ডকুমেন্টারি ফিল্মের মিউজিক, ঋতু সাত্তারের নির্দেশিত চলচিত্রের সাউন্ড ডিজাইন, সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চনাটকের সাউন্ডট্র্যাক কম্পোজিশন ইত্যাদি।

প্রসঙ্গত, বর্তমানে আরমীন লন্ডন, ঢাকা এবং আরও কয়েকটি শহরে সীমিত সংখ্যক শ্রোতাদের সামনে স্বল্প পরিসরে তার নতুন অ্যালবামের প্রিভিউ করছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App