
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ১০:৫৮ এএম
আরো পড়ুন
পরীমণির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:২২ এএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পরিচালক শাহ আলম মণ্ডল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মানিক তাঁর ফেসবুক পেজে লিখেছেন, "বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রিয় শাহ আলম মণ্ডল ভাই আর নেই। খুব কাছের মানুষ ছিলেন। দেখা হলেই দারুণ আড্ডা জমত আমাদের। আর আড্ডা হবে না, আর কথা হবে না। ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে। বড় অসময়ে চলে গেলেন শাহ আলম ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন।"
শাহ আলম মণ্ডলের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রের জগতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে অন্যান্য হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (২২ নভেম্বর) তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি এবং তিনি মারা যান।
পরিচালক শাহ আলম মণ্ডল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ পরিচিত ছিলেন তার কাজের জন্য। তিনি পরিচালনা করেছিলেন পরীমণির প্রথম সিনেমা "ভালোবাসা ২৪x৭" (২০১০)। এর আগে তিনি পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে কাজ করেন। পাশাপাশি, তিনি বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
শাহ আলম মণ্ডল ছিলেন চলচ্চিত্রের একজন পরিশ্রমী ও একনিষ্ঠ পরিচালক। তার মৃত্যুতে চলচ্চিত্রের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
পরীমণির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:২২ এএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পরিচালক শাহ আলম মণ্ডল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মানিক তাঁর ফেসবুক পেজে লিখেছেন, "বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রিয় শাহ আলম মণ্ডল ভাই আর নেই। খুব কাছের মানুষ ছিলেন। দেখা হলেই দারুণ আড্ডা জমত আমাদের। আর আড্ডা হবে না, আর কথা হবে না। ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে। বড় অসময়ে চলে গেলেন শাহ আলম ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন।"
শাহ আলম মণ্ডলের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রের জগতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে অন্যান্য হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (২২ নভেম্বর) তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি এবং তিনি মারা যান।
পরিচালক শাহ আলম মণ্ডল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ পরিচিত ছিলেন তার কাজের জন্য। তিনি পরিচালনা করেছিলেন পরীমণির প্রথম সিনেমা "ভালোবাসা ২৪x৭" (২০১০)। এর আগে তিনি পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে কাজ করেন। পাশাপাশি, তিনি বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
শাহ আলম মণ্ডল ছিলেন চলচ্চিত্রের একজন পরিশ্রমী ও একনিষ্ঠ পরিচালক। তার মৃত্যুতে চলচ্চিত্রের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।