আসছে ‘কেজিএফ থ্রি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম

অভিনেতা যশ।
‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। তার বহুল আলোচিত সিনেমা ফ্যাঞ্চাইজি ‘কেজিএফ’। ২০২২ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পায় এ ফ্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’। তারপর থেকে সিনেমাটির তৃতীয় পার্টের জন্য উন্মুখ হয়ে আছেন যশ ভক্তরা।
গত দুই বছরে নানা খবর শোনা গেছে। কিন্তু ‘কেজিএফ’ সিনেমার নির্মাতা প্রশান্ত নীল কিংবা যশ সেভাবে কিছু বলেননি। অবশেষে নীরবতা ভেঙে যশ জানালেন, বড় পরিসরে আসছে ‘কেজিএফ থ্রি’।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে যশ বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ‘কেজিএফ থ্রি’ আসবে। কিন্তু আমি দুটি (টক্সিক এবং রামায়ণ) প্রকল্পে ফোকাস করছি। এটি নিয়ে আমরা নিয়মিত কথা বলি, আমাদের একটি ভাবনা আছে। এটি বিশাল। সুতরাং এমন একটি ব্যাপার যার জন্য আমাদের পুরো মনোযোগ ও ফোকাস প্রয়োজন।
‘কেজিএফ থ্রি’ এমনভাবে নির্মাণ করতে চান, যাতে দর্শকরা গর্বিত বোধ করেন। এ তথ্য উল্লেখ করে যশ বলেন, আমরা কোনো কিছু তাৎক্ষণিক করতে চাই না। কারণ দর্শক আমাদের যথেষ্ট দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে করতে যাচ্ছি, যাতে তারা গর্বিত হন। তারা এই চরিত্রটিকে এমনভাবে গ্রহণ করেছেন, যেন এটি একটি ধর্মীয় বিশ্বাস। আমি এবং প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা বড় কিছু নিয়ে আসব।
যশের হাতে এখন দুটো সিনেমার কাজ রয়েছে। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, পর্দায় ‘কেজিএফ থ্রি’ দেখতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে ভক্তদের। তবে এ নিয়ে পরিষ্কার কিছু বলেননি যশ।
২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। ভারতে ২ হাজার ৪৬০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। বিশ্ব্যব্যাপী আড়াই শ কোটি রুপির উপরে আয় করে ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’।
তিন বছরের বেশি সময় বিরতি নিয়ে প্রশান্ত নীল নির্মাণ করেন ‘কেজিএফ-চ্যাপ্টার টু’। ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় এটি। এতে যশের বিপরীতে খল চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১২০০-১২৫০ কোটি রুপি।
গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মী্রা। এ তালিকায় আছেন অভিনেত্রী নিপুণ আক্তার। কেননা আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।
চাউর হয়েছিল গ্রেপ্তার আতঙ্কে থাকা নিপুণ চলে গেছেন দেশের বাইরে। লন্ডনে আছেন তিনি। তবে শোনা যাচ্ছে বিষয়টি সঠিক না। দেশেই আছেন নিপুণ। সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র।
সুত্র বলেছে, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না। এখনও শেখ সেলিমসহ অনেক নেতার সঙ্গেই তার যোগাযোগ রয়েছে। তবে মামলা-হামলার ভয়ে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। এদিকে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে ও তার নিজস্ব লোক দ্বারা মিথ্যাচার করে আসছেন এ নায়িকা।
সূত্র আরও জানায়, নিপুণ বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছেন, স্বৈরাচার সরকার পতনের পরই ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।
শুধু তাই নয়, তার বিদেশে যাওয়ার খবরটিকে সত্য বলে প্রমাণ করার জন্য এটাও ছড়িয়েছেন, বিদেশেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না তিনি। ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। সহসা নেই দেশে ফেরার কোনো পরিকল্পনা। আলোচনায় থাকতে দেশে ফিরলে তোপের মুখে পড়তে পারেন, এমন মিথ্যাও রটাচ্ছেন।
প্রসঙ্গত, চলচ্চিত্রে নাম লেখানোর বছর কয়েক পর থেকেই রাজণিতিতে সক্রিয় হন নিপুণ। আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। খবর রয়েছে, তাদের প্রভাব খাটিয়ে বাগিয়ে নিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ।