×

বিনোদন

প্রাক্তন স্ত্রীর অভিযোগে মুখ খুললেন নোবেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম

প্রাক্তন স্ত্রীর অভিযোগে মুখ খুললেন নোবেল

গায়ক নোবেল ও সালসাবিল

   

বিতর্কের সীমা ছাড়িয়েছিলেন সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। সবশেষে সংশোধনের জন্য রিহ্যাবে দেওয়া হয় তাকে। মাস তিনেক সেখানে থেকে ফিরেছেন। এখন অনেকটা অনুতপ্ত ও শান্ত। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছিল তা।

নিজের ভুল স্বীকার করে কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নোবেলের এমন স্বীকারোক্তিতে ক্ষমার ইরেজারে ক্ষোভ মুছে ফেলেন সংগীতপ্রেমীরা। ফের আশাবাদী হন তাকে নিয়ে।

নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদও তার প্রতি শুভকামনা রেখেছিলেন। তবে তার রবিবার (২০ অক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে উঠে আসে ভিন্ন কথা। নিজের ফেসবুকে সালসাবিল লেখেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে চলে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।’

কাকে নিয়ে এমন স্ট্যাটাস— মন্তব্যের ঘরে সেসময় জানতে জান নেটিজেনরা। জবাবে সালসাবিল লেখেন, ‘নেশাখোর।’ নেটাগরিকদের কেউ কেউ নোবেলের নাম লেখেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে সেসময় যোগাযোগ করা হয়েছিল সালসাবিলের সঙ্গে। তিনি জানান স্ট্যাটাসটি নোবেলকে নিয়ে। সেইসঙ্গে দাবি করেন ফের নেশায় ডুবছেন নোবেল।

গণমাধ্যমে সালসাবিল বলেছিলেন, ‘সে (নোবেল) রিহ্যাবে ছিল অনেকদিন। ফেরার পর ২-৩ মাসের মতো ভালো ছিল। এখন আবার মাদক নেওয়া শুরু করেছে।’

নোবেলের ফের মাদক নেওয়ার বিষয়টি কীভাবে জানলেন— জবাবে সালসাবিল বলেছিলেন, ‘রিহ্যাব থেকে ফেরার পরে থেকেই ওর সাথে আমার যোগাযোগ ছিল। নিয়মিত কথা হতো। ২-৩ মাসের মতো ভালো ছিল। মাদক থেকে দূরে ছিল। কিন্তু সেপ্টেম্বর থেকে আবার শুরু করেছে। সে নিজেই আমাকে বলেছে। তার আচরণ কিছুটা ওলটপালট হচ্ছিল। বিষয়টি খেয়াল করে জানতে চাইলে সে বলে, হ্যাঁ নিচ্ছি তাতে তোমার কী।’

এদিকে সালসাবিলের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন নোবেল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আসলে এ নিয়ে কী বলব আমি। তার সঙ্গে প্রায় দেড় বছর হয় কোনো যোগাযোগ নেই আমার। দেখাসাক্ষাৎ নেই।’

আরও বলেন, ‘এ ধরনের মন্তব্য শোনার পর কিছু বলারও থাকে না। আমার একজন এক্স ওয়াইফ, আমাকে নিয়ে কী বলল না বলল, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই আমার। এমনকি তার এ ধরনের মন্তব্য নিয়ে আমার কিছু যায়-ও আসে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App