×

বিনোদন

মিথিলার মুখোমুখি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০৪:৩৪ পিএম

মিথিলার মুখোমুখি
   
রবিবার শেষ হয়েছে মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোমুখি’র শুটিং। সোমবার বিকালে তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরে আসছেন। চাকরি ও অভিনয়ের সুবাদে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরলেও এই প্রথমবার কলকাতায় গেলেন মিথিলা। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘ছোটবেলা থেকেই কলকাতা আমার ভালোবাসার শহর। অথচ এই প্রথমবার এই শহরে গেলাম। তাও আবার শুটিংয়ের জন্য। খুব ভালো লেগেছে। সেখানকার কাজের অভিজ্ঞতাও দারুণ। ভীষণ গোছানো ইউনিট। সবাই খুব আন্তরিক। অনেক সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে, কলকাতার অনেকেই আমাকে চেনে। এখানেও যে আমার ভক্ত আছে তা জানা ছিল না।’ ‘মুখোমুখি’ ছবির গল্পে দেখা যাবে, ‘ঢাকার একজন চলচ্চিত্র নির্মাতা অভিনেত্রী মিথিলা। শুটিং করতে কলকাতায় গিয়ে তিনি রাস্তা হারিয়ে ফেলেন। তখন একজন ফটোগ্রাফারের সঙ্গে তার পরিচয় হয়। সে মিথিলাকে গন্তব্যে ফিরতে সহযোগিতা করে। একসময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু নানা কারণে আবার যোগাযোগ থেমে যায়। ঢাকায় ফিরে আসেন মিথিলা। অনেক দিন পর আবারও সেই কলকাতার বন্ধুর সঙ্গে দেখা হয় তার। এর মধ্যে ঘটে অনেক মজার ঘটনা। আর এভাবেই এগিয়েছে ছবির গল্প। ‘মুখোমুখি’ পরিচালনা করেছেন পার্থ সেন। ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। তিনি কলকাতার প্রখ্যাত অভিনেতা ও ‘ফেলুদা’নামে সুপরিচিত সব্যসাচী চক্রবর্তীর ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App