৬ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে লালন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

‘লালন’ ব্যান্ডদল
ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে লালন। আগামী ১৭ অক্টোবর ফকির লালন শাহের ২৫০তম জন্মবার্ষিকী ও ১৩৪তম তিরোধান দিবসে প্রকাশ হতে যাচ্ছে এটি। এর নাম রাখা হয়েছে ‘বাউলস অব বেঙ্গল’। এতে থাকছে সাতটি গান।
‘বাউলস অব বেঙ্গল’ নামেই বোঝা যাচ্ছে দেশের বিভিন্ন সাধকের গান নিয়ে সাজানো হয়েছে এটি। এর মধ্যে লালনের চারটি, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত ও বিজয় সরকারের একটি করে গান রয়েছে। এগুলো গেয়েছেন ব্যান্ডটির ভোকাল নিগার সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন ব্যান্ডের দলনেতা ও ড্রামার থিন হান মং তিতি।
ইউটিউবে লালন ব্যান্ডের চ্যানেলে নতুন অ্যালবাম থেকে লালনের ‘একটা বদ হাওয়া’ গানটি এসেছে গত ১১ অক্টোবর। চলতি মাসেই বাকি সব গান আসবে এখানেই।
নতুন অ্যালবাম স্থান পাওয়া লালন সাঁইজির অন্য তিনটি গান হলো- ‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। এর মধ্যে ‘অধর চাঁদ’ গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এছাড়া শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ ও বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ গান তিনটি রয়েছে অ্যালবামে।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রকাশিত হয় লালনের সর্বশেষ অ্যালবাম ‘সাদা কালো’। লালনের বর্তমান লাইনআপ: নিগার সুলতানা সুমি (লিড ভোকাল), থিন হান মং তিতি (ড্রামস), তাহজিব উর রশীদ (বেজ), আরাফাত বসুনিয়া (কি-বোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল)।