মঞ্চায়িত হলো মঞ্চনাটক ‘প্রভাত ফিরে এসো’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম

‘প্রভাত ফিরে এসো’ নাটকের দৃশ্যধারণ
মনোজ মিত্রের ‘প্রভাত ফিরে এসো’ নাটকটি সম্প্রতি মঞ্চায়িত হয়েছে জাতীয় মহিলা সমিতি বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলন আয়তনে।
নাটকটিতে সমাজের বিভিন্ন দিক উঠে এসেছে। যেমন আছে হাস্যরস তেমন আছে পারিবারিক গল্প তেমন আছে বিরহ। সব মিলিয়ে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে গল্পটিকে।
গল্পের অন্যতম চরিত্র ঝুমি (শারমিন সুলতানা উর্মি) গণমাধ্যমকে জানান, এই গল্পটি একটা সামাজিক গল্প তাই মঞ্চায়ন করতে খুবই আনন্দ পাই। আজো তার ব্যাতিক্রম হয়নি। এতে অভিনয় করতে আমি বরাবরের মতই খুবই আনন্দ পেয়েছি। এর আগেও কয়েকবার এই নাটকে অভিনয় করা হয়েছে। গল্প নির্ভর হওয়ায় এতে উপস্থিত দর্শকরাও খুবই আনন্দ পেয়েছে।
হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় এতে সৈম্য চরিত্রে অভিনয় করেন হামিদুর রহমান নিজেই। ঝুমি চরিত্র অভিনয় করেন শারমিন সুলতানা ঊর্মি।
গল্পের নামকরণ প্রভাত চরিত্রে অভিনয় করেন মোহাম্মদ আলমগীর, নিলুর মামা চরিত্র অভিনয় করেন রায়হান ইসলাম, ঝুমির মা চরিত্রে অভিনয় করেন আজমিরা কান্তা।