ফের নুসরাতের পোশাক নিয়ে কটাক্ষ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

নুসরাত জাহান
সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করবেন আর কটাক্ষের শিকার হবেন না, এমনটাই যেন রীতিমতো অস্বাভাবিক কোনো ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের জন্য।
সম্প্রতি আরও একবার এমন ঘটনার সাক্ষী হলেন এই অভিনেত্রী। যেখানে ইনস্টাগ্রামে নতুন দুইটি ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে রীতিমতো তার পোশাক পছন্দ নিয়ে তুলোধোনা করলেন নেটিজেনরা।
আরো পড়ুন: বেনজীর ও মন্ত্রীর ভাগ্নের সঙ্গে অবৈধ মেলামেশায় জিতলেন যে নায়িকা
ছবিতে দেখা যায়, একটি ছাই নীল রঙের ড্রেস পরে আছেন নুসরাত। হাতে বেশ কয়েকটি চুরি। কানে মানানসই দুল।
একটি ছবিতে, কোনো এক আলো ঝলমলে পরিবেশে তিনি অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে তাকে হাসতে দেখা যাচ্ছে।
ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘লেট দ্য লাইট গাইড ইউ।’ অর্থাৎ আলো আপনাকে পথ দেখাক।
কিন্তু ক্যাপশনে যাই লেখা থাক, তার ধার ধারেনি কেউ। অধিকাংশ নেটিজেনরাই অভিনেত্রীর পোশাক নিয়ে তুমুল সমালোচনা করেন। কটাক্ষ করেন তার রুচি নিয়ে।
আরো পড়ুন: সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানি মুখার্জি
এক ব্যক্তি লেখেন, ‘এটা কি? রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নুসরতের।’ দ্বিতীয়জন বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘আপনি কি ছবি আপলোড করার সময় ছবির দিকে তাকান না? এ কেমন রুচি!’ তৃতীয়জন লেখেন, ‘এমন পোশাক পরেন কীভাবে? লজ্জা করে না?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘অসভ্যতার এক শেষ। এসব করে কী বোঝাতে চান?’
যদিও সেসব কোনো মন্তব্যেরই জবাব দেননি অভিনেত্রী। সাংসদ পদ হারানোর পর অভিনয়েও ব্যস্ততা কমিয়েছেন নুসরাত। বর্তমানে ভ্যাকেশন মুডেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।
প্রসঙ্গত, নুসরাতকে সবশেষ দেখা গেছে সেন্টিমেন্টাল ছবিতে। ছবিটিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন তিনি।