সালমান-ঐশ্বরিয়া গোপনে বিয়ে করেছিলেন? জানুন আসল সত্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

সারমান ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খানকে ঘিরে বেশ কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। ষাটের কাছে পৌঁছে গেলেও এখনো বিয়ে করেননি তিনি। অনেকেই ভাবছেন, সালমান কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন?
যদিও সালমান বিয়ে করতে আগ্রহী নন, তবুও তিনি বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে পরিচিত। তার প্রেমিকাদের তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রায় বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরো অনেকে। তবে একসময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে একটি গুঞ্জন শোনা যায় যে, তারা গোপনে বিয়ে করেছেন।
১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক শুরু হয়। পরে শোনা যায়, লোনাভালার একটি বিলাসবহুল বাংলোয় তারা গোপনে বিয়ের আসর বসান, যেখানে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার। কিন্তু ঐশ্বরিয়ার বাবা-মায়ের সম্মতি না থাকায় তারা সেখানে উপস্থিত ছিলেন না। এর পরই খবর ছড়িয়ে পড়ে যে, সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে হানিমুনও করেছেন।
এ বিষয়ে ঐশ্বরিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি বিয়ে করতাম, পুরো ইন্ডাস্ট্রি জানত। আমি এমন মানুষ নই যে বিয়ের মতো বড় বিষয়কে অস্বীকার করব। বিয়ের সময় কোথায়? এই গুজবগুলি সত্যিই হাস্যকর।’
আরো পড়ুন: মিস ইউনিভার্স ২০২৪ হলেন রিয়াহ সিংহা
২০০২ সালে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক শেষ হয়ে যায়, এবং বিচ্ছেদের পর তারা কখনোই একে অপরের সামনে আসেননি। যদিও গোপন বিয়ের গুঞ্জন ছিল, তা আজও রহস্যে ঘেরা রয়ে গেছে।