‘তুফান’ আসছে চরকিতে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

‘তুফান’ সিনেমার পোস্টার
‘তুফান’ মুক্তি পাচ্ছে চরকিতে। সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণাটি দেয় দেশের জনিপ্রয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তারপর থেকে মন্তব্যকারীদের একটাই প্রশ্ন ‘কবে?’, ‘কবে আসছে তুফান?’। দর্শকের কাঙ্ক্ষিত উত্তরটি দিয়েছে চরকি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১ মিনিটে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে জনানো হয়, আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের, অর্থাৎ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে চরকিতে দেখা যাবে ‘তুফান’।
প্রেক্ষাগৃহে সিনেমার টিকিট পাওয়া না পাওয়ার বিভ্রান্তি নিয়ে থাকতে হবে না দর্শকদের। যেকোনো জায়গা থেকে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখা যাবে। যারা চরকির সাবস্ক্রাইবার, তারা সিনেমাটি দেখতে পাবেন মুক্তির সঙ্গে সঙ্গেই। তবে যারা এখনও চরকি সাবস্ক্রাইব করেননি, তাদের পার করতে হবে কিছু ধাপ।
আরো পড়ুন: যে কারণে ভারতীয় সিনেমায় অভিনয় করছেন না ফারিণ
চরকি মোবাইল থেকে সাবস্ক্রাইব করতে চাইলে, গুগল প্লে–স্টোর থেকে চরকি অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নিতে হবে। সাইন আপ করে কিনে ফেলতে হবে পছন্দের প্যাকেজটি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।
ধাপগুলো ঠিকভাবে পার করতে পারলে কয়েক মিনিটেই চরকি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং দর্শকরা দেখতে পারবেন তুফানসহ অসংখ্য ফিল্ম, সিরিজ। স্মার্ট টিভিতে দেখতে চাইলে পার করতে হবে একই রকম ধাপ। ওয়েব সাইট থেকে দেখতে চাইলে দর্শকদের ব্রাউজ করতে হবে www.chorki.com ওয়েব সাইটে। সেখানেও একই প্রক্রিয়ায় কিনতে হবে সাবস্ক্রিপশন।

দেশ বিদেশে ব্যাপক সফতলা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ’তুফান’। চরকি কর্তৃপক্ষ জানান, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ’তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের।
যার একটি ’লাগে উরা ধুরা’ অন্যটি ’দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ’দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।
আরো পড়ুন: বিএনপির সঙ্গে আ.লীগের লোকজনের কথা বললেন হিরো আলম
ঈদুল আযহা উপলক্ষে এ বছরের ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত 'তুফান'। দেশের বাইরেও 'তুফান' তোলে এ সিনেমা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’তুফান’। প্রায় সবজায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।
আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা।
আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।