মাহির প্রতিবাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম
-66bdc280c188f.jpg)
রোকেয়া প্রাচী ও মাহিয়া মাহি
ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। প্রাচীর ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন মাহি।
নিজের ফেসবুকে তিনি লেখেন, ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরো পড়ুন: তাপসীর ‘খেল খেল মে’ মুক্তি পাচ্ছে আজ
বুধবার (১৪ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছিলেন রোকেয়া প্রাচী। গত ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। প্রাচী পুড়ে যাওয়া বাড়ির একটি অংশে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
লিখেছিলেন, আছি ধানমণ্ডি ৩২। হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
মূলত, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষেই রোকেয়া প্রাচী সন্ধ্যায় আয়োজন করেছিলেন মোমবাতি প্রজ্বালনের। সে সময় তাদের ওপর হামলা করা হয় বলে সংবাদমাধ্যমকে জানান প্রাচী।
আরো পড়ুন: যে কারণে রাজপালের বাড়িতে তালা দিলো ব্যাংক
তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়।
কান্নাজড়িত কণ্ঠে অভিনেত্রী আরও বলেন, যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।