আরজি কর আন্দোলন সমর্থনে কী বললেন দেব?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম

অভিনেতা দেব
আরজি কর-কাণ্ডে রাজ্য তোলপাড়। দেব অধিকারী, রুক্মিণী মৈত্র বিদেশে। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেন দেব। সংঘবদ্ধ ভাবে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানোর আর্জি জানালেন তিনি। একই সঙ্গে পিছিয়ে দিলেন তার পুজোর ছবি ‘খাদান’-এর ঝলক মুক্তির সম্ভাব্য তারিখও।
বিদেশ থেকেই সোমবার দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ১৪ আগস্ট তার আগামী ছবির ঝলক মুক্তি পাবে। বালির দেশে বেড়াতে গিয়েছেন দেব। সেখানে বালির উপরেই তিনি লিখে জানিয়েছিলেন বিশেষ বার্তা। কিন্তু ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাত দখল করবেন মেয়েরা। রাজ্য রাজনীতি উত্তাল তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে। সব মিলিয়ে দেব সম্ভবত তাই তার ঝলক মুক্তির দিনক্ষণও বদলে ফেললেন।
আরো পড়ুন: শুটিংয়ে মনামীকে ‘গিন্নি’ ডাকতেন চঞ্চল চৌধুরী
তিনি লিখেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।
তিনি আরো বলেন, এই মুহূর্তে বাকিদের মতো তার এবং তার দলেরও একমাত্র লক্ষ্য, মৃতা এবং তার পরিবার যেন ন্যায্য বিচার পান। অভিযুক্ত যেন কড়া শাস্তি পায়। তিনি এবং টিম ‘খাদান’ মৃতের পরিবারের পাশে রয়েছেন, এ কথাও জানাতে ভোলেননি দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ভাগ করে নেয়ার পরেই সাংসদ-অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা। কমেন্টে অনেকে লিখেন, এই জন্যই তারা তাদের প্রিয় নায়ককে এত ভালোবাসেন।