নতুন সিনেমার ঘোষণা দিলেন ফারুকী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:৫০ পিএম

মোস্তফা সরয়ার ফারুকী
স্বৈরাচারবিরোধী সক্রিয়তায় বিরতি টেনে নতুন সিনেমার ঘোষণা দিলেন ফারুকী। পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যাঙ্গাত্মক ঘরানার সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন করেছেন এই নির্মাতা। এর আগে একই ঘরানার ধারাবাহিক ‘৪২০’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।
বিদেশে অবস্থান করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে দেখা যায়নি ফারুকীকে। তবে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবলভাবে সক্রিয় ছিলেন তিনি। শুরুতেই তিনি ছাত্রদের এই আন্দোলনকে ‘কেবল চাকরির জন্য আন্দোলন’ বলে স্বীকার করেননি। স্পষ্ট করে তিনি জানিয়েছিলেন, ‘এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যারা আছেন, তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে, দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এ আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা।’
আরো পড়ুন: ‘আমি চঞ্চল চৌধুরী বলছি’
আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘আজ নতুন সরকার দায়িত্ব নেবে। একসময় ভেবেছিলাম এই ফ্যাসিজমের হাত থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নেই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছেন। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্যদিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি। এখন সময় কাজে ফেরার।’
নতুন সিনেমা প্রসঙ্গে এই নির্মাতা জানিয়েছেন, এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই ‘৪২০’। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটার শুট করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। না হলে এটা কোন সাহসে বানালাম?
আরো পড়ুন: ‘কান্নায় গলা ধরে আসছে’ (ভিডিও)
নতুন সিনেমা নিয়ে বেশি কিছু জানাননি ফারুকী। কেবল বলেছেন, একটা হিংস্র সিনেমা দেখার প্রস্তুতি নিতে। বাদবাকি শিগগিরই জানাবেন তিনি। ছবির ঘরানা প্রসঙ্গে ফারুকী লিখেছেন, এটা আমার প্রিয় জঁরা – পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে।
প্রসঙ্গত, ২০১৬ সালের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনার ওপর ভিত্তি করে তার বানানো সিনেমা ‘শনিবার বিকেল’ দেশে সেন্সর ছাড়পত্র পায়নি। দীর্ঘ বিরতির পর সনি লিভ নামের একটি বিদেশি ওটিটিতে মুক্তি পায় ছবিটি, যা এ দেশের মানুষের দেখার সুযোগ ছিল না।
আরো পড়ুন: ‘ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড’
এই নির্মাতার বানানো সিরিজ ‘৪২০’ তৎকালীন রাজনৈতিক অবস্থাকে নগ্ন করে তুলে ধরেছিল। সে কারণে মাঝপথে সিরিজটি বন্ধ করে দেওয়া হয়।