×

বিনোদন

তারকাদের বন্ধুজীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারকাদের বন্ধুজীবন

ছবি: সংগৃহীত

   

মন ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে প্রতিটা মুহূর্তে সবার আগে আমাদের বন্ধুর কথাই মাথায় আসে। বন্ধুকেই ইচ্ছে করে সব খবর জানাতে। সব কথা বলার জন্য একমাত্র নির্ভরতার জায়গা হলো বন্ধু। তারকাদের মধ্যেও পেশাগত প্রতিযোগিতা, দ্ব›দ্ব সবকিছু পার হয়েও এমন কিছু বন্ধু জুটির বন্ধুত্ব সবার কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে ওঠে। কয়েকজন তারকার তারকাবন্ধুর খবর জানাচ্ছে মেলা

জুহি চাওলা ও শাহরুখ খান

শাহরুখ-জুহির বন্ধুত্বের কথা গোটা বলিউডপাড়া জানে। মধ্যে কিছু খারাপ সময় পার করলেও এই দুজনের বন্ধুত্ব এখনো অটুট। জীবনের সব কঠিন সময়ে দুজন দুজনার পাশে ছিলেন। একবার মুম্বাই মিররের একটি সাক্ষাৎকারে জুহি বলেন, ব্যবসায়িক অংশীদারত্বের সম্পর্ক চুকিয়ে দেয়ার পরই তাদের বন্ধুত্ব আবার জোরদার হয়েছে। জুহির মায়ের মৃত্যুর সময়েও তাকে সামলেছেন বন্ধু শাহরুখ। এই জুটি অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

সারা আলী খান ও জাহ্নবী কাপুর

একসঙ্গে কাজ করা থেকে শুরু করে পাহাড়ে বেড়াতে যাওয়া- দুই সমসাময়িক অভিনেত্রী সারা ও জাহ্নবীকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। তারা ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন ‘বিএফএফ’। দুই তরুণ অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করার পর থেকেই তাদের বন্ধুত্ব খুবই আলোচিত। অনেকেই ভেবেছিলেন, তারা দুজন হয়তো কদিন পরেই যার যার মতো উল্টো দিকে হাঁটবেন। একবার একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সারা তাদের বন্ধুত্বের কথা বলেছিলেন। জাহ্নবীকে তিনি অনেক বছর ধরে চেনেন। একসঙ্গে ঘুরতে যাওয়া, সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করা, ওয়ার্কআউট সেশন- এমনকি একে অপরের জন্মদিন পালন, সবই করেন তারা একসঙ্গে।

জ্যাকুলিন ফার্নান্দেজ ও সোনম কাপুর

এই জুটিকে বিটাউনের বন্ধুদের মধ্যে সবচেয়ে স্টাইলিশ বলে ধরা হয়। সোনম ও জ্যাকুলিন একে অপরের কাছ থেকে ফ্যাশন টিপস নেন এবং যখনই সম্ভব একসঙ্গে কেনাকাটা করতে যান। এমনকি একসঙ্গে লালগালিচায় হাজির হতেও দেখা যায় দুই ফ্যাশনিস্তাকে।

টেলর সুইফট ও সেলেনা গোমেজ

২০০৯ সালে জোনাস ব্রাদার্সের একটি কনসার্টে দেখা হয়েছিল এই জুটির। তখন তারা যথাক্রমে পপতারকা নিক জোনাস ও জোয়ের সঙ্গে ডেট করছিলেন। এরপর তাদের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয়। একসঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করা, স্টেজ পারফর্ম করা, লস অ্যাঞ্জেলসে আড্ডা দেয়া, এমনকি দুজনের জন্মদিনের পার্টিতেও দেখা যায় দুজনকে।

কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও

‘টাইটানিক’-এ একসঙ্গে অভিনয় করার পর এই জুটি সেরা বন্ধু হয়ে ওঠেন। অ্যাওয়ার্ড শোতে একে অপরকে উৎসাহিত করেন তারা। একসঙ্গে লালগালিচায় হাঁটার সময় পাশে থাকেন দুজন দুজনার।

ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডাকোটা ফ্যানিং

‘দ্য টোয়াইলাইট সাগা’ ও ‘দ্য রানওয়েজ’-এর মতো বিভিন্ন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই দুই বন্ধু। তাদের এই বন্ধুত্ব অনেক বছরের। ডাকোটা ২০১৬ সালে একটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ক্রিস্টেনকে একটি পুরস্কার দেয়ার জন্য ফ্লাইট ধরে চলে এসেছিলেন শুধু বন্ধুত্বের খাতিরে।

মেগান মার্কেল ও সেরেনা উইলিয়ামস

টেনিস তারকা সেরেনার মেগানের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় ২০১০ সালে। সেরেনা উইলিয়ামস ২০১৯ সালে মেগানের বেবি শাওয়ারেও তার পাশে ছিলেন। তিনি সবসময় বলেন, মেগান তার একজন ‘নিঃস্বার্থ বন্ধু’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App