×

বিনোদন

তাহসান-মিথিলা কন্যার আঁকা ছবি নিয়ে যা বললেন সৃজিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১১:২৯ এএম

তাহসান-মিথিলা কন্যার আঁকা ছবি নিয়ে যা বললেন সৃজিত

কন্যা আইরার সঙ্গে সৃজিত-মিথিলা। ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিবেশ এখনো অশান্ত। শিক্ষার্থীদের দাবি আদায়ের সমাবেশ, বিক্ষোভ চলমান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শিক্ষক, আইনজীবী থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বৃষ্টি উপেক্ষা ফার্মগেটে প্রতিবাদ সমাবেশে যোগ দেন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ।

এবার উন্নয়নকর্মী, গায়িকা-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্য মেয়ে আইরা এঁকেছে প্রতিবাদী ছবি। ছবিটি প্রকাশ্যে আনলেন ভারতের জনপ্রিয় পরিচালক মিথিলাপতি সৃজিত মুখোপাধ্যায়।

বৃস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় সৃজিত সমাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেটি একটি হাতে আঁকা ছবি। পরিচালক জানিয়েছেন, ছবিটি আইরার আঁকা। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। পাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারো হাতের পোস্টারে ইংরেজিতে লেখা, ‘আমরা বিচার চাই।’ আবার কোনো ব্যানারে লেখা হয়েছে, ‘আমরা স্বাধীনতা চাই।’ ছবিটির উপরের দিকে দেশাত্মবোধক গানের কথা, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’

কন্যা আইরার আঁকা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সৃজিত।


আরো পড়ুন : শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’

মেয়ের আঁকা ছবি নিয়ে সৃজিত লিখেছেন, ‘সম্ভবত আমার ছোট্ট রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি।’ এরই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি মেয়েকে নিয়ে যতটা গর্বিত, আইরার মা রাফিয়াত রশিদ মিথিলা এবং বাবা তাহসান রহমান খানের জন্যও ততটাই গর্বিত। নিজের পোস্টে মিথিলার পরিবারের কয়েক জনকেও যুক্ত করে নেন সৃজিত। লেখেন, ‘গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে।’

এই পোস্টেই আবার মন্তব্য করেছেন মিথিলা। তিনি সৃজিত পরিবারের বিশেষ কিছু মানুষকে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন আইরার ‘মানুষের মতো মানুষ’ হওয়ার পিছনে এ পারের পরিবারের অবদানও যথেষ্ট।

সৃজিতের এই পোস্টের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছিলেন, আইরা সৃজিতকে ‘আব্বু’ বলে ডাকে। মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেন সৃজিত। ২০১৯ সালে মিথিলা ও সৃজিত বিবাহসূত্রে আবদ্ধ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App