সুখবর দিলেন মেহজাবীন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মেহজাবীন চৌধুরী
৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ৫ সেপ্টেম্বর। আর এই আসরকেই নিজের জন্য বিশেষ করে তুললেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হলো মেহজাবীন অভিনীত ‘সাবা’। সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ক্যারিয়ারের প্রথম সিনেমায় বাজিমাত মেহজাবীনের। দীর্ঘ ১৪ বছরের অভিনয় জীবন এ অভিনেত্রীর।
এবারই প্রথম বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর অফিসিয়াল পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের খবর জানান তিনি। ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।
শুধু অভিনয় নয়, ‘সাবা’ সিনেমাটি প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহ সংগীতে আম্মান আব্বাসি। টরন্টো চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র জায়গা পেয়ে থাকে। এবারের আসরে নির্বাচিত হয়েছে ‘সাবা’সহ ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে ২০টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
এবারের উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। টরন্টো উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ প্ল্যাটফর্ম-এর সেরা চলচ্চিত্রের পুরস্কার মূল্য ২০ হাজার ডলার। এতে এবার নির্বাচিত হয়েছে ১৭ দেশের ১০টি ছবি। বিচারকদের প্রধান থাকছেন কানাডিয়ান পরিচালক অ্যাটম ইগোয়ান। তার নেতৃত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আমেরিকান পরিচালক জেন শোনব্রান।