ব্যর্থ ছবি প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয়

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অক্ষয় কুমার
সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বলি-তারকা। সদ্য মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘সরফিরা’ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এ নিয়ে অক্ষয়ের টানা ৯টি ছবি ব্যর্থতার মুখ দেখল।
তিনি কি আদৌ ভেবেচিন্তে ছবির চিত্রনাট্য বাছাই করছেন না? আগে যেভাবে ছবি বাছাই করতেন তার থেকে কি বর্তমানের প্রক্রিয়াটা আলাদা? সম্প্রতি, ভারতীয় গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং অক্ষয়।
অক্ষয় জানালেন, তিনি যথেষ্ট মনোযোগ দিয়ে ছবির চিত্রনাট্য পড়েন এবং তারপর ছবি বাছাই করেন। তার কথায়, ‘করোনার পর সিনেমার ধরনটাই সামগ্রিকভাবে বদলে গিয়েছে। স্বভাবতই ফিল্ম ইন্ডাস্ট্রির মানসিকতাও বদলেছে। করোনার পর দর্শকের স্বাদ বদলেছে।
খুঁটিয়ে, খোঁজ খবর নিয়ে বাছাই করা ছবি দেখছেন দর্শক। তাই কোনো ছবি তৈরির আগে আমাদেরও মাথায় থাকে এমন ছবি বানাতে হবে যা একইসঙ্গে দর্শককে বিনোদনও দেবে আবার নিজস্ব স্বাদে-গুণেও স্বতন্ত্র হবে’।
তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ছবি বাছাই করার ক্ষেত্রে আরো সতর্ক থাকি। আরো বেশি করে চিত্রনাট্যে মনোযোগ দিই। মাথায় থাকে এমন ছবিতে অভিনয় করব যার সঙ্গে বর্তমানে সময়ের কিছু না কিছু যোগ থাকে এবং যে ছবি প্রেক্ষাগৃহে বসে দেখার উপযুক্ত মনে করবেন দর্শক। তাই শুধুই বিনোদনে ঠাসা এমন গল্প বাছাই করছি না। বরং সেই বিনোদনের সঙ্গে এমন উপকরণও যেন থাকে আমার ছবিতে যা দর্শকের হৃদয় ছুঁয়ে ফেলবে’।
আগামী ১৫ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অক্ষয়ের নতুন ছবি ‘খেল খেল মেঁ’। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে তাপসী পান্নুকে। ১৭ বছর পর এই ছবির সুবাদেই পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার-ফরদিন খানকে। এই জুটির কাজ করা শেষ ছবি ছিল ‘হে বেবি’, যা মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।