×

বিনোদন

পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন সোনাক্ষী সিনহা-জহির ইকবাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন সোনাক্ষী সিনহা-জহির ইকবাল

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল

   

তারকাদের বিয়ে মানেই মানেই বিরাট আয়োজন, কোটি কোটি টাকা খরচ। তবে সে পথে বলিউড তারকা দম্পতি হাঁটেননি সোনাক্ষী সিন্হা ও জহির ইকবাল। ঘনিষ্ঠ পরিজনদের সঙ্গে নিয়ে বিয়ে করেছেন সোনাক্ষী ও জহির। এমনকি বিয়ের সাজেও ছিল না তেমন চমক। নিজের হাতেই রূপটান ও কেশসজ্জা সেরেছিলেন অভিনেত্রী। বন্ধুদের সঙ্গে হইহই করে দিন কাটানোই মূল উদ্দেশ্য ছিল সোনাক্ষীর।

গত ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিন্হা ও জহির ইকবাল। বিয়েতে ছিল না ধর্মীয় আচার। আইনি মতেই বিয়ে সারেন তাঁরা, বান্দ্রার বাড়িতে বসেছিল বিয়ের আসর। যদিও বোনের বিয়েতে হাজির ছিলেন না দাদা লব। সেই নিয়েও অনেক সমালোচনা হয়। জহিরকে বিয়ে করতে চলেছেন, প্রথম বার যখন বাবাকে জানান, বেশ ভয়ে ভয়েই ছিলেন সোনাক্ষী। তবে সোনাক্ষীর সঙ্গে বিয়ে করার অন্য উপায় বের করেছিলেন জহির। যদিও তার সেই পরিকল্পনা পরণতি পায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি পরিবারের সকলের সামনেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে স্ত্রীর সঙ্গে সম্মতি জানাতে পারলেন না জাহির। সোনাক্ষীকে প্রায় থামিয়ে দিয়ে জাহির জানান, তার ইচ্ছে ছিল পালিয়ে গিয়ে বিদেশে বিয়ে করবেন। তবে শেষমেশ তার সেই ইচ্ছেপূরণ হয়নি। জহিরের কথায়, ‘আমি পালিয়ে যেতে চেয়েছিলাম। দেশের বাইরে গিয়ে সেখানেই বিয়ে করতে চেয়েছিলাম। বিয়ে সেরে দেশে ফিরব ভেবেছিলাম। কিন্তু তারপর জানতে পারি, বিদেশে বিয়ে করলে দেশে তাকে মান্যতা দেয়া হয় না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App