চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান এবার গৌতম ঘোষ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নির্মাতা গৌতম ঘোষ
আসন্ন ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে থাকছেন না রাজ চক্রবর্তী। এমন গুঞ্জন ছিল আগে থেকেই, এবার জানা গেল নিশ্চিতভাবেই! সেই সঙ্গে ঘোষণা এলো, আসন্ন গুরুত্বপূর্ণ উৎসবটি সামলাবেন কে; তার নাম। গত সোমবার ঘোষণা এলো, ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) চেয়ারম্যান হচ্ছেন নির্মাতা গৌতম ঘোষ। সেই সঙ্গে তার সহযোগী হিসেবে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও! এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কো-চেয়ারম্যান হচ্ছেন বুম্বাদা।
একটা সময় ছবি উৎসবের চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন প্রসেনজিৎ, পরে অবশ্য স্বমহিমায় কিফে ফেরেন ‘ইন্ডাস্ট্রি’। গত বছর ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে দেখা মিলেছিল তার। এবার দায়িত্ব বাড়ল। কিফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে প্রসেনজিৎ, ইন্ডাস্ট্রির সবার অভিভাবক তিনি। গত পাঁচ বছর কিফের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রাজ চক্রবর্তী। গত বছর অর্থাৎ ২০২৩ এডিশনেই এই দায় থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতার কাছে অনুরোধ জানিয়েছিলেন রাজ, কিন্তু রাজি হননি মমতা।
অবশেষে রাজের ইচ্ছেতে সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, রাজ এবার সদস্য হিসেবে কিফের অংশ থাকবেন, তবে পদে থাকছেন না। আপাতত নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছবিতে বেশি মন দিতে চান এই পরিচালক। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতা বিভাগে এই উৎসবের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর করা হয়েছে বলে জানা গেছে। এরপর আগামী ১৫ নভেম্বর চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবিগুলো দেখানোর জন্য আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।