কাজে ফিরেছেন হিনা খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

হিনা খান
স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন তিনি। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন হিনা। তারপর থেকে উদ্বিগ্ন হিনার অনুরাগীরা। পোস্টে হিনা এটাও জানিয়েছিলেন, তাকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। তিনি ভালো আছেন। প্রথম কেমো থেরাপি করিয়েছেন হিনা। চুল কেটে ছোট করে ফেলেছেন।
তবে এতকিছুতে একচুলও দমেনি অভিনেত্রীর প্রাণশক্তি। তিনি কাজে ফিরেছেন। কাজে ফিরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিনা। জানিয়েছিলেন, বিষয়টিকে স্বাভাবিক করার এটাই সবচেয়ে ভালো সময়। শরীরের ক্ষত ঢাকার চেষ্টা করছেন হিনা। নিজের যে ভিডিও অভিনেত্রী শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি উইগ পরেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘শো মাস্ট গো অন।’ পোস্টে হিনা লিখেছেন, ‘ক্যান্সার ধরা পড়ার পর এটাই আমার প্রথম অ্যাসাইনমেন্ট। বিষয়টি নিয়ে কথা বলা খুবই চ্যালেঞ্জিং। মনে করি, হাজার খারাপের মধ্যেও ব্রেক নিতে হয়। আর ভালো দিনগুলোয় আমি বাঁচতে ভুলি না। সত্যি বলতে কী, ভালো দিনগুলোর গুরুত্ব আছে আমার জীবনে। আমি কাজ করতে ভালোবাসি। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। সেটাই আমাকে উজ্জীবিত করে রাখে। আমি কাজ করে যেতে চাই। অনেকেই এমন প্রতিকূলতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আমি কোনো ব্যতিক্রম নই।’
এরপর তার কঠিনতম ক্যান্সার চিকিৎসা নিয়েও কথা বলেছেন হিনা। লিখেছেন, ‘আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি হাসপাতালে থাকি না সব সময়। তাই নিজের জীবনটাকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি। যারা আমার মতোই ক্যান্সার নিয়ে লড়ছেন, জানবেন, এটা আপনার জীবন এবং আপনার গল্প।’