যেমন সাজলেন শোভন-সোহিনী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শোভন গাঙ্গুলী ও সোহিনী সরকার
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টালিউডের জনপ্রিয় তারকা জুটি সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলী। ১৫ জুলাই আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীর সিঁদুর রাঙিয়ে দিলেন শোভন। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের প্রথম ছবি। সোমবার রাতে বিয়ের মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহিনী। সঙ্গে জানালেন তাদের সম্পর্কের অজানা কথাও।
দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গাঁটছড়া বাঁধলেন, সেই কথাই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন অভিনেত্রী। বিয়েতে সোহিনী পরেছিলেন পেঁয়াজ রঙের বেনারসি ও সাদা ব্লাউজ। সঙ্গে গহনা হিসেবে গলায় ছিল সোনালি চোকার ও তিন থাক হার এবং কানে ঝুমকো। এছাড়া বাদ যায়নি তার পছন্দের নোলক ও টিকলি। এদিন অভিনেত্রী খোঁপা সাজিয়েছিলেন জুঁই ফুলের মালায়।
অন্যদিকে শোভন সাদা পাঞ্জাবিতে বর সেজেছিলেন। ছবিতে তাদের দুজনের গলায় বেলি ফুলের মালা দেখা যায়। আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউসে এদিন তাদের বিবাহ বাসর বসেছিল। সেখানেই তাদের কখনো পুকুরপাড়ে, কখনো সিঁদুরদানের পর নানা পোজে ছবি তুলতে দেখা গিয়েছে। একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তার গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভনকে।