অবশেষে বিয়ে করলেন সোহিনী-শোভন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:১৮ এএম

ছবি : সংগৃহীত
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন টালিউডের জনপ্রিয় তারকা জুটি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। সোমবার (১৫ জুলাই) চার হাত এক হল টলিপাড়ার চর্চিত এই যুগলের। দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে আইনি মতে বিয়ে সারলেন শোভন-সোহিনী।
বিয়ের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’
বিয়েতে সোহিনী পরেছিলেন পেয়াঁজ রঙের বেনারসি এবং সাদা ব্লাউজ। সঙ্গে গয়না হিসেবে গলায় ছিলো সোনালি চোকার ও তিন থাক হার এবং কানে ঝুমকো। এছাড়া বাদ যায়নি তার পছন্দের নোলক ও টিকলি। এদিন অভিনেত্রী খোঁপা সাজিয়েছিলেন জুঁই ফুলের মালায়। অন্য দিকে শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি।
আরো পড়ুন : রায়হান রাফির সিনেমায় কাজ করছেন দেব!
ছবিতে তাদের দুজনের গলায় বেল ফুলের মালা দেখা যায়। আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউজে এদিন তাদের বিবাহ বাসর বসেছিল। সেখানেই তাদের কখনো পুকুর পাড়ে কখনো সিঁদুরদানের পর নানা পোজে ছবি তুলতে দেখা গেছে। একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তার গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভনকে।
আগেই জানা গেছিল, বিয়েতে সাবেক সাজেই ধরা দেবেন সোহিনী। গয়না শাড়ি সব কিছুই ঠিক করাই ছিল আগে থেকে।
গত বছর থেকে রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে তিনি এবং শোভন নাকি সম্পর্কে আছেন। তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায়। এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করেন তারা, যা দেখে সহজেই দুইয়ে দুইয়ে চার করেন তাদের অনুরাগীরা। এরপর এই বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়বেন তারা।
সম্প্রতি মুক্তি পেয়েছে সোহিনী অভিনিত ছবি ‘অথৈ’। তখন আনন্দবাজার অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে তার সহ-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন, অথৈ হিট হলে হয়তো বিয়ে করতে পারেন সোহিনী। অবশেষে সেই কথাই সত্যি হল।