বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পাচ্ছেন শেখ সাদী খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
‘মহানায়ক’ বুলবুল আহমেদ ২০১০ সালের ১৫ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান। প্রয়াত বরেণ্য এই অভিনেতার স্মৃতি ধরে রাখতে তার পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবীণ বরণীয় শিল্পীদের সম্মাননা দেয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ‘মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা ২০২৪’ পাচ্ছেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান।
শিগগির আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। শেখ সাদী বলেন, ‘যে কোনো সম্মাননাই অনেক গৌরব এবং সম্মানের। জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এ সম্মাননা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। বুলবুল আহমেদ সবার প্রিয় একজন মানুষ ছিলেন। এমন একজন মানুষের স্মৃতি সম্মাননা পদক পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে’।
বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেয়ার আয়োজন প্রসঙ্গে বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মেয়ে ঐন্দ্রিলা বলেন, ‘আমাদের সংস্কৃতিতে যাদের অবদান আছে, তাদের স্মরণ করেই প্রতি বছর বাবার মৃত্যুবার্ষিকীতে সম্মাননা জানিয়ে আসছি। শেখ সাদী খানের মতো গুণী মানুষকে সম্মাননা দিতে পেরে আমাদের ভালো লাগছে।
শিগগির বাসায় গিয়ে সম্মাননা পদকটি তার হাতে তুলে দেয়ার ইচ্ছা রয়েছে।’ ২০১৫ সালে ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’ গড়ে তোলা হয়। এর আগে এই সম্মাননা পেয়েছেন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, কেরামত মওলা, মিরানা জামান ও এ টি এম শামসুজ্জামান।