এবার ঢাকার বাইরে যাচ্ছে ‘ময়ূরাক্ষী’

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৭:৩০ পিএম
‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার
এবার ঢাকার বাইরের দর্শকের কাছে যাচ্ছে ঈদুল আজহার সিনেমা ‘ময়ূরাক্ষী’। শুক্রবার (৫ জুলাই) থেকে রাশিদ পলাশ নির্মিত এ সিনেমাটি দেখা যাবে দীপ জেলা ভোলার রূপসী সিনেমা হলে। এমনটিই জানিয়েছেন নির্মাতা।
তিনি আরও জানান পরের সপ্তাহ থেকে ১০ থেকে ১২টি নতুন সিনেমা হল যুক্ত হবে ‘ময়ূরাক্ষী’র সঙ্গে।
গেলো ১৭ জুন ঈদের দিন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি টানা দুই সপ্তাহ স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা হলে প্রদর্শীত হয়েছে।
প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।
এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খানসহ অনেকেই।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি।