শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসাবে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন নজরুল ইসলাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত
নিজের কাজের পুরস্কারস্বরুপ প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসাবে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন নজরুল। নিউইয়র্কে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অ্যাওয়ার্ড দেয়া হয় বাংলাদেশের নাটক, সিনেমা, সংগীতের সেরা তারকাদের। গত ২২ বছর যাবৎ এই অনুষ্ঠানটি করে যাচ্ছে শো টাইম মিউজিক।
বাংলাদেশের অন্যতম কৌতুক অভিনেতা নজরুল ইসলাম এর ক্যারিয়ার শুরু হয় ১৯৮৯ সাল থেকে হানিফ সংকেত’র গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় ইত্যাদি’তেই কাজের মাধ্যমে। শুরুতে হানিফ সংকেত’র সহকারী হিসেবে দশ বছর কাজ করেছেন। এর পাশাপাশি বিভিন্ন নাটকে অভিনয় করেছেন নজরুল। কৌতুক অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’
হানিফ সংকেত’র পরিচালনায় বিভিন্ন সময় নজরুল ‘যুগের হুজুগে’, ‘রটে বটে ঘটে না’, ‘আপন পর’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। হানিফ সংকেত’র ‘পাঁচফোড়ন’-এও অভিনয় করেছেন নজরুল।
এছাড়া অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের ‘মকবুল’, আল হাজেনের ‘অলসপুর’, হাসান জাহাঙ্গীরের ‘বয়রা পরিবার’,‘ লাল পাহাড়’, ‘রঙ্গের দুনিয়া’সহ আরো বেশ কিছু পরিচালকের নাটকেও অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন নজরুল। সমসাময়িক কৌতুক অভিনেতাদের চেয়ে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন।
২২তম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় রবিবার (৩০ জুন) রাতে নিউইয়র্কের আমাজুরা কনসার্ট হলে।
আরো পড়ুন: ‘রক্ত এখন আর আগের মতো গরম নেই’
এর বাইরে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা অ্যাওয়ার্ড পান তারা হলেন- আহমেদ শরীফ, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, নিরব, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিন , মন্দিরা , কবির বকুল ,কণ্ঠ শিল্পী রানু নেওয়াজ, অনিক রাজ , লায়লা প্রমুখ।
অনুষ্ঠানে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান ছাড়াও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শাহ নেওয়াজ, নিউইয়র্ক সিটির মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফরহাদ সোলেমানসহ নিউইয়র্কের স্থানীয় ব্যক্তিবর্গ।