সোনাক্ষীর জুতা নিয়ে ঘুরছেন জহির!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম

সোনাক্ষীর জুতা নিয়ে ঘুরছেন জহির। ছবি: সংগৃহীত
মাত্র এক সপ্তাহ আগেই বিবাহ সম্পন্ন করেছেন সোনাক্ষী সিনহা ও জহির রতনসি। রবিবার (২৩ জুন) বিয়ে করেন এ আলোচিত জুটি। বিয়ের ঠিক ৭ দিন পরেই বউয়ের জুতা হাতে ঘুরতে দেখা গেছে জহিরকে। সঙ্গে অবশ্য ছিলেন আসলি সোনা খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহাও।
অভিনেত্রীর এমন কাণ্ডে হতবাক নেটপাড়া। অন্য দিকে স্বামীকে নিয়ে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন অভিনেত্রী।
সোনাক্ষী-জহিরের বিয়ে অন্য তারকাদের মতো হয়নি। তারা বিপুল অর্থব্যয় কিংবা আড়ম্বর নয়, বরং ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব নিয়েই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। এখনো বিয়ের অনুষ্ঠান থেকে নানা মুহূর্তের ছবি ঘুরে-ফিরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
নবদম্পতিকে ইতোমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকাই। সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন করণ জোহর। আলাদা করে সঙ্গীত বা গায়েহলুদের মতো অনুষ্ঠানও দেখা যায়নি। ধর্মীয় আচারও সেভাবে মানেননি এ তারকা জুটি। আইনি মতে বিয়ে সম্পন্ন হতেই আয়োজন করা হয় প্রীতিভোজের।
অনুষ্ঠানে বিরাট কোনো আড়ম্বর ছিল না। তারকা জুটির বিয়ের এই ধরনের বিয়েই নাকি পছন্দ করেন করণ। যদিও তাদের বিয়েকে লাভ জিহাদের তকমা দিতে চেয়েছেন অনেকেই, আবার কিছু জায়গায় হয় বিক্ষোভ।
শোনা যায়, সোনাক্ষীর পরিবারের ভেতরেই তাদের বিয়ে নিয়ে রয়েছে অসন্তোষ। তবে জহিরকে বিয়ে করার সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল সোনাক্ষীর তার প্রমাণও দিয়েছেন এ নায়িকা।
স্বামীকে নিয়ে শপিং মলে ঘুরতে গিয়েছিলেন সোনাক্ষী। পরনে ঢিলেঢালা প্যান্ট-টপ আর পায়ে ছিলো হাই হিল। আচমকাই নায়িকা জুতোর কারণে হাঁটতে অসুবিধায় পড়েন। আর সঙ্গে সঙ্গেই স্ত্রীর পায়ের জুতো খুলে নিজেই বইতে শুরু করেন জহির। উষ্ণ এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন- ‘ জীবনে পারলে এমন কাউকেউ বিয়ে করার সিদ্ধান্ত নেন।’
আসলে জহিরকে বিয়ে করার পর তিনি যে অনেক খুশি হয়েছেন এবং তারা যে সুখে আছেন সেটিই ধরা পড়েছে এই ভিডিওটিতে।
আরো পড়ুন: যে কারণে একসঙ্গে ২ স্বামী চান আজমা