যে কারণে জাহির-সোনাক্ষীর বিয়েতে খুশি তসলিমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত
রবিবার (২৩ জুন) বিয়ে করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে শুভ পরিণয় হলো সোনাক্ষীর। প্রায় সাত বছরের সম্পর্ক। ২০১৭ সালের ২৩ জুন এই দিনেই দেখা হয়েছিলো জাহির-সোনাক্ষীর। তাই সাত বছর পর ওই দিনেই বিয়ে করলেন তারা। তবু সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে প্রথম থেকে চাপানউতর চলছিলো। মুসলিম ছেলেকে বিয়ে করছেন তবে কি ধর্ম বদলাতে হবে অভিনেত্রীকে? না তেমন কিছুই হয়নি ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী বিয়ে হয়েছে তাদের।
অভিনেত্রীর শ্বশুর আগেই জানিয়েছিলেন সোনাক্ষীকে ধর্ম পরিবর্তন করতে হবে না। জাহিরের বাবা বলেন, ‘‘সোনাক্ষীর ধর্মান্তকরণ হচ্ছে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। বিয়ে হলো দুই হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনো বিষয় নেই। আমি মানবতায় বিশ্বাস করি। হিন্দুরা ভগবান বলেন আর মুসলিমরা বলেন আল্লাহ্। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। জাহির ও সোনাক্ষীর জন্য আমার আশীর্বাদ রইলো।”
সোনাক্ষীর আগে বিশেষ বিবাহ আইন অনুসারে ২০২৩ সালে বিয়ে সেরেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। মার্চ মাসে সামাজিক বিয়েও সারেন স্বরা-ফাহাদ। সেই বছর সেপ্টেম্বরে জন্ম হয় কন্যা রাবিয়ার। যদিও সোনাক্ষীর বিয়ের খবর শুনে আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বরা। স্বরার দাবি, ভিন্ন ধর্মে বিয়ে করলে নাকি সন্তানের ধর্ম এবং সন্তানের নাম কী হবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। তিনি নিজে তার ভুক্তোভোগী। তাই আগে ভাগেই সর্তক করেছেন সোনাক্ষীকে।
আরো পড়ুন: মেহজাবীনকে নিয়ে খোলামেলা কথা বললেন ‘প্রেমিক’ রাজীব
যদিও সোনাক্ষী-জাহিরের বিয়ে ধরন দেখে খুশি লেখিকা তসলিমা নাসরিন। বিয়ের কারণেও কারো ধর্মবিশ্বাস যে পরিবর্তন করতে হয়নি সেটা দেখেই খুশি লেখিকা।
তসলিমা জাহির-সোনাক্ষীর বিয়ে প্রসঙ্গে লেখেন, ‘‘জাহির তার নামাজ রোজা, আদৌ যদি ইচ্ছে হয় করবেন। সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয় করবেন। একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবেন না। শাহরুখ খানের বাড়িতেও তো তেমনই হয়। মধুর যে কোনো সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যাপার।’’
শাহরুখ খান ও গৌরী খান বলিউডের এক নম্বর দম্পতি। প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবন তাদের। তবে শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। এমনকি, তাদের দাম্পত্য জীবনের গল্প একাধিক বার অনুরাগীদের সামনে উঠে এসেছে। পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। তবে ধর্ম কোনো দিনই তাদের ভালোবাসায় অন্তরায় হতে পারেনি। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিলো গৌরীর পরিবারের। তবে সময়ের সঙ্গে পাল্টে গিয়েছে সম্পর্কের সমীকরণ