আবারো কী বাবা হচ্ছেন ব্রাড পিট?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম

আবারো বাবা হচ্ছেন ব্রাড পিট। ছবি: সংগৃহীত
হলিউড জনপ্রিয় জুটি ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এক সময়ের নামকরা এই জুটি ধরা দিয়েছেন হলিউডের একাধিক সিনেমায়। ২০০৯ সাল থেকে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা সাথে সংসার পেতেছেন ব্রাড। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে কথা শোনা যাচ্ছিল। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।

ব্রাড-অ্যাঞ্জেলিনার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অভিনেতা জানালেন, তিনি আরো সন্তান চান। তবে সেটা অ্যাঞ্জেলিনার কাছ থেকে নয়, প্রেমিকা ইনেস দে রামোনের কাছ থেকে। কিন্তু ব্র্যাড পিট এমন একটি সময় মন্তব্যটি করলেন, যখন অভিনেতার আগের পক্ষের সন্তানদের সঙ্গে টানাপড়েন চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরোর এর খবর, অ্যাঞ্জেলিনার সঙ্গে বিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যেই পরস্পরের কাছাকাছি আসেন ব্র্যাড ও ইনেস। এই কঠিন সময়ে ব্রাড এর হাত ধরেন ৩৪ বছর বয়সী এই প্রেমিকা, তার কাছেই প্রশান্তি পান এই হলিউড অভিনেতা।

ব্রাড-ইনেসের বয়সের পার্থক্য প্রায় ২৬ বছরের। অভিনেতা জানান, ইনেসের সঙ্গে সম্পর্ক ব্র্যাডের জীবন আরো সুখকর করে তুলেছে। অভিনেতার কথায়, ‘ইনেস এখনো অল্পবয়সী। ইনেস যদি সন্তানধারণ করতে চায়, আমি পুরোপুরি রাজি।’

তবে ইনেসের সঙ্গে লম্বা জীবন কাটানোর জন্য সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি ব্রাড পিটের। অভিনেতা মনে করেন, ইনেস ধৈর্যশীল, তাই আগের সম্পর্কের তুলনায় এই সম্পর্ক আরো মসৃণ হবে।

এদিকে ব্রাডের মনোমালিন্য চলছে সন্তানদের সঙ্গেও। তাদের মায়ের সঙ্গে বিচ্ছেদ হলে বাবার পদবি সরিয়ে ফেলতে তৎপর হয় দুই কন্যা। যোগাযোগ নেই বাকি ৪ সন্তানের সঙ্গেও। বাবার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন তারা। তাই অতীতে আবদ্ধ না থেকে আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন ব্রাড।

উল্লেখ্য, ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ৬ সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান। বর্তমানে তাদের বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান রয়েছে।
আরো পড়ুন: যে কারণে রাজকে ফেরেশতা বললেন পরী!