×

বিনোদন

ঈদে যত লাখ টাকা সালামি পেলেন তমা মির্জা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম

ঈদে যত লাখ টাকা সালামি পেলেন তমা মির্জা

তমা মির্জা। ছবি: সংগৃহীত

   

ঈদ মানেই আনন্দ। সেই আনন্দকে কয়েকগুন বাড়িয়ে দেয় সালামি। বছরের পর বছর ধরে চলে আসছে সালামির এই রীতি। যেখানে বড়রা ছোটদের খুশি করতে সালামি উপহার দিয়ে থাকেন। 

সালামির এই রীতি শোবিজ অঙ্গনেও রয়েছে। অভিনেতা-অভিনেত্রীরাও বেশ মোটা অঙ্কের ঈদ সালামি পেয়ে থাকেন পরিচিতজনদের কাছ থেকে। 

সম্প্রতি অভিনেতা জায়েদ খান একটি ভিডিও প্রকাশ করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। যেখানে দেখা যায়, অভিনেতা ডিপজলের কাছ থেকে টাকার বান্ডিল সালামি পেয়েছেন তিনি। শুধু জায়েদই নন, নায়িকারাও টাকার বান্ডিল সালামি পান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তমা মির্জা। 

কীভাবে কাটে ঈদের দিন জানিয়ে তমা বলেন, ‘ঈদের দিন তেমন কিছু করা হয় না। সন্ধ্যা বা রাতের দিকে বন্ধুদের বাসায় দাওয়াত থাকে, সেখানে যাওয়া হয়। এছাড়া আমি যেহেতু একজন পরিবারকেন্দ্রিক মানুষ, তাই দুপুরের দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করি। তিনি আরো বলেন, পরিবারের সঙ্গে খাবার খাওয়ার মজাই আলাদা।’

জীবনে সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকা ঈদ সালামি পেয়েছেন তমা। তিনি বলেন, ‘জীবনে সর্বোচ্চ সালামি পেয়েছি আড়াই থেকে তিন লাখ টাকা। এর বেশি কখনো পাইনি।’

আরো পড়ুন: রাফীকে নিয়ে তমা, আমি কানে শুনতে পাচ্ছি না

ঈদের দিন ঝগড়া না হলে আমার মনে হয় ঈদই হলো না। সকালবেলা চেঁচামেচি শুনবো— এখনো গোসল হয়নি, রেডি হয়নি, এখনো সবকিছু হয়নি, এসব কিন্তু আমার বেশ ভালো লাগে বলে আরো বলেন তমা মির্জা। 

শৈশবের ঈদের স্মৃতিকথা মনে করে নায়িকা বলেন, ছোটবেলার ঈদগুলোই মজার ছিলো। ওই সময় অনেক কিছু বুঝতাম না, দায়িত্বও ছিলো না। আর এখন উৎসব মানেই খরচ— এইটা লাগবে, ওইটা লাগবে।’

উল্লেখ্য, ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। সেই সঙ্গে বেশ কিছু সিনেমায় পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়া ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালে এসে ‘নদীজন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সর্বশেষ তমাকে দেখা গেছে আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ সিনেমায়। এই ছবিতে তমার অভিনয় দর্শকমহলেও বেশ প্রশংসা কুড়িয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App