বিয়ে করছেন অভিনেত্রী চমক, হয়েছে আংটিবদল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম

ছবি চমকের ফেসবুক থেকে নেওয়া
বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। করেছেন আংটিবদলও। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: নেটদুনিয়ায় ঝড় তুলেছে মারজুক-আলীর ‘নানা নাতি’ (ভিডিও)
সোমবার (১৭ জুন) নিজের ফেসবুকে দুটি ছবি দিয়েছেন চমক। সেখানে তাকে দেখা গেছে হবু বরের সঙ্গে। দুজনেই ছিলেন লাল পোশাকে। চমকের আঙুলে শোভা পাচ্ছিল আংটি।
ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
আরো পড়ুন: ‘তুফান’ দেখতে গিয়ে সিনেমা হল ভাঙচুর
এ খবরে আনন্দিত চমকের অনুসারীরা। মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন তারা। সহকর্মী, বন্ধুরাও মন্তব্যের ঘর ভরে দিয়েছেন ভালোবাসায়।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন চমক। ছোটবেলা থেকে নাচের তালিম নিয়েছেন অভিনেত্রী। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি।
আরো পড়ুন: বুবলীকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য অপুর
ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন চমক। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ আরও অনেক নাটক।