মনির খান-শাহীন রহমানের গান ‘তোর নদীতে ভাসবো আমি’ প্রকাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৫:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী মনির খান ও শাহীন রহমানের গান ‘তোর নদীতে ভাসবো আমি’। গানটি প্রকাশ করেছে ‘ডিপি মিউজিক স্টেশন’ ৷ গানের কথা লিখছেন গীতিকার প্রসেনজিৎ মন্ডল। সুর ও সংগীত করেছেন আল আমিন খান।
গানটি প্রকাশ হওয়ার পর ভালোই সাড়া পাচ্ছেন। এমনটাই জানালেন কন্ঠশিল্পী শাহীন রহমান। তিনি বললেন, এর আগে আমি এন্ড্রুকিশোর দার সাথে মিউজিক ফিল্ম করেছি এবং আসিফ আকবর ভাইয়ের এর সাথে মিউজিক ভিডিও করেছি।
তিনি আরো বলেন, ১৯৯৯ সাল থেকে টেলিভিশন ও মঞ্চে নিয়মিত গান করছি। ২০০৪ সালে একটি আধুনিক একক এলবাম এবং ২০০৬ সালে একক আঞ্চলিক এলবাম করেছি। এবার মনির ভাইয়ের সাথে করলাম। মনির ভাইয়ের সাথে কাজটি করে আমি বেশ আন্দিতও। গানের কথাগুলোও বেশ সুন্দর। গানটি দেখার জন্য শ্রেুাতাদের অনুরোধ করছি।