নেটদুনিয়ায় ঝড় তুলেছে মারজুক-আলীর ‘নানা নাতি’ (ভিডিও)

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০২:৫১ পিএম

আলী হাসান ও মারজুক রাসেল
দুজনই জমানো মানুষ। এর মধ্যে মারজুক রাসেল কবিতা, অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই জমকালো। বছরখানেক হলো র্যাপার আলী হাসানও কম আগাননি সেই পথে। যদিও ধর্মীয় ইস্যুতে সম্প্রতি ভালোই সমালোচিত হয়েছেন এই র্যাপার।
তবে অতীতের সব ছাপিয়ে এই ঈদে দুজনেই যেন হাজির হলেন নতুন অবতারে, একসঙ্গে। প্রথমবার পুরো একটা র্যাপ গান গাইলেন মারজুক রাসেল। তার সঙ্গে সমানে সমান পাল্লা দিয়েছেন আলী হাসান। গানটির শিরোনাম ‘নানা নাতি’।
নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথন উঠে এসেছে এই গানে। মারজুকের সঙ্গে পাল্লা দিয়ে গাওয়ার পাশাপাশি এটি লিখেছেন আলী হাসান নিজেই। মিউজিক করেছেন সচি শামস। দুজনকেই মডেল বানিয়ে মজার ভিডিওটি বানিয়েছেন জাকারিয়া হাসান মুন্না। এতে মারজুক রাসেলকে দেখা গেছে নানার গেটআপে, আর আলী হাসান সেজেছেন নাতি।
ঈদুল আজহা উপলক্ষে ‘নানা নাতি’ নামের এই র্যাপ গান প্রকাশ হয়েছে রবিবার (১৬ জুন) রাতে। ইতোমধ্যেই গানটি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায় আর চলছে আলোচনার ঝড়। এটি নির্মাণ হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে।
যদিও গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র। গানচিত্রটি প্রকাশ করেছে আরবিটি এন্টারটেইনমেন্ট।
প্রসঙ্গত, র্যাপার আলী হাসানের উত্থান অনেকটা ভোজবাজির মতো। গত বছর আগস্টে ‘ব্যবসার পরিস্থিতি’ নামে একটি গান প্রকাশ করেই ভাইরাল হন তিনি।
নারায়ণগঞ্জের অখ্যাত হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন আলী হাসান। যিনি তার নিজের ব্যবসার অভিজ্ঞতা কিংবা হতাশা সবার কাছে তুলে ধরার জন্যই র্যাপ গানটি তৈরি করেন।