শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০১:২৫ পিএম

শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক। ছবি: সংগৃহীত
‘বিমান নামতে গিয়ে আবিষ্কার করি, কানে শুনতে পাচ্ছি না’! এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। এক কানে ভাল করে শুনতে পাচ্ছিলেন না অলকা ইয়াগনিক। দীর্ঘ দিন তাই নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন এই তারকা। আগের তুলনায় সুস্থ হওয়ার পর সে কথা ভাগ করে নিলেন গণমাধ্যম, বন্ধু ও ভক্ত-সমর্থকদের সঙ্গে। খবর আনন্দবাজারের।

হঠাৎ করেই বড় এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন অলকা। আচমকাই আংশিক শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি।

আর এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে লম্বা সময়ের জন্য একটি বিরতি নিয়েছিলেন। সোমবার রাতে সেই খবর তিনি ভক্ত ও অনুরাগীর সঙ্গে ভাগ করে নেন।

সকলকে এও সতর্ক করে জানান, শ্রবণশক্তি আচমকা হারিয়ে ফেললে জীবন কতটা দুর্বিষহ হতে পারে, সেটা তিনি উপলব্ধি করেছেন। সেই জায়গা থেকেই তার অনুরোধ, সারাক্ষণ কানে হেডফোন দিয়ে চড়া স্বরে গান না শোনাই ভাল। এতেও শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।
আরো পড়ুন: কঙ্গনার চড়-কাণ্ডে মুখ খুললেন করণ