ডিপজলের বড় ভাই আর নেই

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৫ জুন) তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।
শনিবার (১৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে ডিপজল লিখেছেন, ‘হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন ( বাদশা ভাই) কিছুক্ষন আগে শ্যামলীর একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।’
আরো পড়ুন: ভালোবাসার বার্তা শাকিব-বুবলীর
তার আগে গত শুক্রবার (১৪ জুন) নিজের বড় ভাইয়ের সুস্থতা কামনায় ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই ) ১৪ জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
আরো পড়ুন: নতুন বউয়ের সাজে মাহি
এদিকে চলতি বছরের ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার অভিনীত বেশি কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।