×

বিনোদন

সীমানাকে দীপা

মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৮:৫০ পিএম

মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না

ছবি: সংগৃহীত

   

বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। 

এদিকে বোনের সুস্থতার জন্য দোয়া চেয়ে অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সার্জারি করানো হয়েছে আপুর। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো উন্নতি হয়নি। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।’

এবার সীমানার অসুস্থতায় তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে অভিনেত্রী দীপা খন্দকারকে। দীর্ঘদিনের সহকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। 

স্ট্যাটাসে দীপা লিখেছেন, ‘মানুষ জীবনে একটু আরাম, একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন চান। বাবা মায়ের আদরের সন্তান বড় হয়ে যখন নিজে জীবনযাপন করা শুরু করে, তখন সবার ভাগ্য তো আর সহায় হয় না। ভালোবাসার মানুষ যখন অচেনা শত্রুর মতো আচরণ করে, মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলে তখন সীমানার মতো এমন একটা ঘুম দিতে খুব ইচ্ছা করে।’

আরো পড়ুন: গুরুতর আহত হয়েও শুটিংয়ে ব্যস্ত অপূর্ব

এই অভিনেত্রী আরো লেখেন, ‘জীবন এতটাই নির্মম, এই ঘুম দেয়ার অধিকারও নেই। অধিকার তুমি হারিয়েছো, যেদিন তুমি মা হয়েছো। এখন তো আর ঘুমালে চলবে না। উঠে দৌড়াতে হবে রেসের ঘোড়ার মতো। না হলে, মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না। যাওয়ার অধিকার কে দিলো? জেগে ওঠো এবং লড়াই করো, মাই ডার্লিং।’

এদিকে সীমানার নিয়মিত খোঁজ-খবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনিও নিরাশার সুরে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে। সবার কাছে সীমানার জন্য দোয়া চাইছি। 

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি নিলে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি। দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গত বছর থেকে আবার নাটকে অভিনয় শুরু করেছিলেন সীমানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App