নগ্ন দৃশ্য নিয়ে আপত্তি নেই সেন্সর বোর্ডের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের আপত্তিজনক বিষয় ও অসামঞ্জস্য রোধ করাই সেন্সর বোর্ডের কাজ। শাহরুখ খান, সালমান খানদের সিনেমাও অনেক সময় আটকে যায় বোর্ডের আপত্তিতে।
তবে টালিউডের সিনেমার ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম ঘটনা। ‘মনপতঙ্গ’ নামের এক সিনেমায় নগ্ন দৃশ্য থাকা সত্ত্বেও ছাড়পত্র দিতে আপত্তি করল না ভারতীয় সেন্সর বোর্ড। সিনেমাটি নির্মাণ করেছেন রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি।
গল্পে দেখা যাবে প্রেম করে গ্রাম থেকে পালিয়ে শহরে আসে দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণী। শহরের চাকচিক্য তাদের মুগ্ধ করে। অত্যাধুনিক শোরুমে দেখতে পায় এক সুন্দর চেয়ার। চরম দারিদ্রে থেকেও সেই চেয়ার একদিন কেনার স্বপ্ন দেখে। প্রেমের উপহার হিসেবে।
আরও পড়ুন: ‘ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল’
এ ছবিতেই রয়েছে নগ্ন দৃশ্য। তবে আপত্তি করেন সেন্সর বোর্ড। এ নিয়ে নির্মাতা বলেন, ছবির কোনো দৃশ্য নিয়ে বোর্ডের সমস্যা নেই। শুধু কয়েকটি কথা নিয়ে মৃদু আপত্তি উঠেছে। যা ছবিতে রাখাও যায়, আবার বাদও দেওয়া যায়। ফলে সে বিষয়ে তারা বিশেষ মাথা ঘামাচ্ছেন না।
প্রসঙ্গত, ‘মনপতঙ্গ’-এ অভিনয় করেছেন শুভঙ্কর মহন্ত, বৈশাখী রায়, সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, তন্বিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ। ছবিটি থিয়েটারে আসার কথা ছিল গত ফেব্রুয়ারিতে। এবার জানা গেছে পূজায় মুক্তি পেতে পারে ছবিটি।