সম্পর্ক কি ভাঙল মালাইকা-অর্জুনের?

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৮:১৮ পিএম

ছবি: সংগৃহীত
বি-টাউনের বহুল চর্চিত তারকা জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক ভেঙে গেছে। অর্জুন ও মালাইকারই একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা।
সম্পর্কের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। এই প্রথম নয়, এর আগেও কয়েকবার মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন রটেছে।
তবে এবার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ভেঙে গেছে।
তবে ঠিক কী কারণে এত দিনের সম্পর্কের ইতি টানলেন মালাইকা-অর্জুন, তা এখনও স্পষ্ট নয়। এক সূত্রের কথায়, ‘‘মালাইকা ও অর্জুনের সম্পর্ক সত্যিই খুব ভালো ছিলো। বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি মনে বিশেষ জায়গা রাখবেন তারা। ওরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেছেন বলেই এই বিষয় নিয়ে তারা চুপ থাকবেন। এই সম্পর্ক নিয়ে ওরা অন্য কাউকেই কাটাছেঁড়া করতে দেবেন না।’’ তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি নন কেউ।

আরো পড়ুন: প্রেমে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী
তাদের সম্পর্কে ভাঙনের খবর ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা, হিন্দুস্থান টাইমস, আনন্দবাজারসহ বিভিন্ন সংবাদমাধ্যম। এর মধ্যে পিঙ্কভিলা খবরটিকে এক্সক্লুসিভ হিসেবে প্রকাশ করেছে। অর্জুন ও মালাইকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা।
বিগত কয়েক দিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে না মালাইকা-অর্জুনকে। সেই ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ‘‘ওদের মধ্যে ভালবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়েছে। ওরা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। ওরা সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।’’

সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন তারা। সূত্রের কথায়, ‘‘বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি একই শ্রদ্ধা বজায় রাখবেন তারা। বহু বছর ধরে ওরা এই সম্পর্কে ছিলেন। মালাইকা-অর্জুন আশা করছেন, এই সময়ে তাদের কেউ এই বিষয় নিয়ে বিব্রত করবেন না।’’
অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স প্রায় ছয় বছর। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন মালাইকা ও অর্জুন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা অরোরা। অসম এই সম্পর্ক নিয়ে বহু জল ঘোলা হলেও থামানো যায়নি তাদের প্রেমকাহিনিকে। তবে সাম্প্রতিক সময়ে প্রায়ই তাদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। গুঞ্জন আছে, বয়সে বড় এক সন্তানের মাকে নিজের বউমা বানাতে রাজি নন অর্জুন কাপুরের বাবা বনি কাপুর।