যেমন চরিত্রে অভিনয় করতে চান মণিকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ১১:৫১ এএম

মণিকা পনওয়ার। ছবি: সংগৃহীত
নেটফ্লিক্সের ‘জামতারা’ সিরিজ দিয়ে প্রথমে সবার নজর কেড়েছিলেন অভিনেত্রী মণিকা পনওয়ার। এবার তার অভিষেক হচ্ছে হিন্দি ছবির দুনিয়ায়। ‘দুকান’ ছবিতে মূল নায়িকা হিসেবে দেখা গেছে মণিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মণিকা পর্দায় নিজের পছন্দের চরিত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন গণমাধ্যমে।

গত ৫ এপ্রিল মুক্তি পায় ‘দুকান’ ছবিটি। এ ছবিতে তাকে এক সারোগেট মায়ের ভূমিকায় দেখা গেছে। ক্যারিয়ারের শুরুতেই এমন এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি মণিকা। এমন এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘মোটেও নার্ভাস ছিলাম না। বরং আমি রোমাঞ্চিত ছিলাম। আমি সত্যি কৃতজ্ঞ যে এমন এক ছবির মাধ্যমে সিনেমার ক্যারিয়ার শুরু করতে পেরেছি।’

নিজের পছন্দের ছবি ও চরিত্রের বিষয়ে খোলাসা করেছেন মণিকা। তার বক্তব্য, ‘আমি বলিউডকে ভালোবাসি। এমন সব ছবি নির্বাচন করতে চাই না, যেসব ছবিতে দর্শক আমাকে দুই ঘণ্টা দেখার পর হল থেকে বের হওয়ামাত্রই ভুলে যাবেন। এমন ছবিতে কাজ করতে চাই, যে ছবির বিষয়ে দর্শক কথা বলবেন। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। যদি এ রকম ছবি বা চরিত্রে সুযোগ না পাই, তাহলে আমি হয়তো বলিউড ছবি থেকে নিজেকে দূরে রাখব। আমি এই মানসিকতাতেই বড় হয়েছি।’