আসছে ‘তুমি ছাড়া শূন্য জীবন’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত
সাংবাদিকতার পাশাপাশি একাধারে নিয়মিত গানে কণ্ঠ দেওয়া ও লেখার এক অপার প্রতিভা নিয়ে এগিয়ে যাচ্ছেন সানি আজাদ। এর আগেও তার দর্শক ও শ্রোতা প্রিয়তে রয়েছে অনেক গান।
এরই ধারাবাহিকতায় ‘তুমি ছাড়া শূন্য জীবন’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সানি। সঙ্গী হয়েছেন কণ্ঠশিল্পী মুন। কণ্ঠ দেওয়ার পাশপাশি গানটির কথা লিখেছেন সানি আজাদ নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব।
এ প্রসঙ্গে সানি আজাদ বলেন, গানটিতে আমি ও জনপ্রিয় শিল্পী মুন কণ্ঠ দিয়েছি। এটি অসাধারণ একটি রোমান্টিক গান। গানটির সুর এবং মিউজিক ও চমৎকার। ভিডিওটিও অনেক সুন্দর। আশা করছি সবার ভালো লাগবে ।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা ধীমন বড়ুয়া। প্রথমবারের মতো ভিডিওতে মডেল হয়েছেন তিনি। ধীমন বড়ুয়ার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন বৃষ্টি চৌধুরী। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু।
গান প্রসঙ্গে ধীমন বড়ুয়া বলেন, গানটি অনেক সুন্দর। মিউজিক ভিডিওতে আমার প্রথম কাজ হলেও আমি নিয়মিত অভিনয়ের মধ্যে আছি। ইতোমধ্যেই একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদি।
প্রসঙ্গত, মিউজিক বাংলা টিভির ব্যানারে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে এই মিউজিক ভিডিওটি।