রাস্তায় মধ্যরাতে দুই রাজের সেহরি বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
রমজানে অনেক তারকাকেই দেখা গেছে ইফতার বিতরণ করতে। তবে কিছুটা ভিন্ন পথে হাঁটলেন চিত্রনায়ক শরীফুল রাজ এবং নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে এ জুটির নতুন ছবি ‘ওমর’। এর আগে দুস্থ মানুষের পাশে এভাবেই দাঁড়ালেন তারা। গতকাল রাজধানীর উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশপাশের এলাকায় সেহরির জন্য খাবারের প্যাকেট বিতরণ করেন তারা। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ দুই রাজ।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যরাতে সেহেরি বিতরণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের কাজের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সমালোচনা করে বলছেন, প্রচারের আলোয় থাকার জন্য এমনটা করা হচ্ছে।
এদিকে ‘ওমর’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে নেটদুনিয়ায়। যদিও সিনেমার গল্প সম্পর্কে তেমন কোনো আভাস পাওয়া যায়নি সেখানে। ‘ওমর’র চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।
প্রসঙ্গত, ওমরে শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন, তানভীর হুরায়রা, শিবলু মৃধা প্রমুখ।