রমজানে কোরআন পাঠ করেন উইল স্মিথ !

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম

ছবি: সংগৃহীত
হলিউড সুপারস্টার উইল স্মিথ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি গত রমজান থেকে নিয়মিত কোরআন পাঠ করে আসছেন। এটি তার ভালো লেগেছে।
তিনি বলেন, ‘গত রমজানে আমি মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন পড়েছি। কোরআনের সরলতা আমাকে এর প্রতি আকৃষ্ট করেছে, আমি মুগ্ধ হয়েছি। কোরআন খুবই স্পষ্ট ও স্ফটিক পরিষ্কার। এখানে ভুল বোঝাবুঝির কোন স্থান নেই। সম্প্রতি স্মিথ বিগ টাইম পডকাস্টে মিশরীয় সাংবাদিক আমর আদিবকে এক সাক্ষাৎকারে এ কথা জানান।’
তিনি আরো বলেন, কোরআন পাঠে মন সুন্দর ও পরিচ্ছন্ন হয়। আমি ইহুদি, খ্রিস্টান ও ইসলামের পবিত্র ধর্ম গ্রন্থগুলোর মধ্যে অসাধারণ মিল দেখেছি। এটি আমাকে অবাক করেছে।’
স্মিথ বলেন, ‘আমি কোরআন যতই পড়েছি ততই বিস্মিত হয়েছি। এটি খুবই সুন্দর করে একটি গল্পের মত সবকিছু বুঝিয়েছে। তাওরাত, বাইবেল এবং কুরআনে আমি মিল পেয়েছি। আমি কখনই আব্রাহামকে পিতা হিসাবে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। এরপরে আইজ্যাক এবং ইসমাইলের সাথে বিচ্ছেদ এবং তার উপলব্ধির পূর্ণতা পেয়েছি। এটি আমার জন্য খুবই সুখকর ছিল।’
এর আগে উইল স্মিথ অস্কার বিজয়ের পর মঞ্চে উঠে বলেন, তিনি জীবনে জখনেই চ্যালেঞ্জ অনুভব করেছেন তখনই তা মোকাবেলায় আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দিয়েছেন। ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে গবেষণা করেছন।
উল্লেখ্য, স্মিথের এমন মন্তব্যের পর মোশন পিকচার একাডেমি তাকে ১০ বছরের জন্য অস্কার বা অন্য যে কোন একাডেমি ইভেন্টে যোগদানে নিষেধাজ্ঞা দেয়।
পরে অবশ্য এক বিবৃতিতে স্মিথ তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, ‘আমি আসলে আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছি। মঞ্চে এভাবে বলা আমার মোটেই উচিত হয়নি। আমি ক্ষমা চাচ্ছি ,আমি ভুল বুঝতে পেরেছি।’