‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন পরিচালনায় রাজীব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম

ছবি: সংগৃহীত
বহুল প্রতীক্ষিত ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুম আসছে। এবারের আসর পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। কিছুদিন ধরে শুটিংও চলছে।
আশা করা হচ্ছে, নতুন মৌসুমে দারুণ ও চমকপ্রদ কিছু থাকছে। এবারও বৈচিত্র্যময় গান এবং প্রতিভাবান উদীয়মান সংগীতশিল্পীদের হাজির করা হবে।
‘কোক স্টুডিও বাংলা থ্রি’র ভিডিও পরিচালনা করবেন রানআউট ফিল্মসের স্বত্বাধিকারী আদনান আল রাজীব জানান, নতুন মৌসুমে এজেন্সি হিসেবে কাজ করবে ডটবার্থ। সংগীত প্রযোজক হিসেবে যথারীতি থাকছেন শায়ান চৌধুরী অর্ণব।
কোক স্টুডিও বাংলা হলো কোকা-কোলার আন্তর্জাতিক সংগীত আয়োজন কোক স্টুডিওর বাংলাদেশি সংস্করণ। বিশ্বের সামনে বাংলা সংগীতকে তুলে ধরার প্রয়াস হিসেবে মানসম্পন্ন কন্টেন্ট উপহার দিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চালু হয় কোক স্টুডিও বাংলা।
এর প্রথম ও দ্বিতীয় মৌসুম দারুণ সাফল্য পেয়েছে। দুটি মৌসুমে জনপ্রিয় হওয়া গানের তালিকায় উল্লেখযোগ্য– ‘নাসেক নাসেক’, ‘কথা কইও না’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘বুলবুলি’, ‘দিওয়ানা’ প্রভৃতি।
প্রসঙ্গত, ইউটিউবে কোক স্টুডিও বাংলা চ্যানেলের সাবস্ক্রাইবার এখন ৩২ লাখ ৮০ হাজারের বেশি।