জাতির পিতাকে নিয়ে গাইলেন ইভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০১:১৬ পিএম

কণ্ঠশিল্পী ইভা আরমান
জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ইভা আরমান। ‘জয় বাংলার ধ্বনি’ শিরোনামের গানটি বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ প্রকাশ করবেন বলে জানান তিনি। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত আয়োজনে এমএমপি রনি। এডিটিং কালার গ্রেডিং সোহাগ খাঁন ( এসকে) সার্বিক তত্ত্বাবধানে সোহেল আরমান।
গানটি প্রসঙ্গে ইভা বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এ গানটি করেছি। তিনি না থাককলে আজ আমরা স্বাধীন এ দেশ পেতাম না। একজন শিল্পী হিসেবে সাধারণ মানুষ ও শ্রোতাদের কাছে আমার কণ্ঠে জাতির পিতাকে আমি সব সময় নিয়ে আসতে চাই।
প্রসঙ্গত, এর আগেও ইভা আরমান বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন। ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’ এমন কথার গানটি তার বেশ প্রশংসা হয়। এছাড়াও ইভার কণ্ঠে বাংলাদেশ, হাজার নদীর মিলনমেলা, বাবা যুদ্ধে গেছে একাত্তরে ফিরে আর আসেনি, মাগো যুগে যুগে শিরোনামের গানগুলোও শ্রোতাদের মন জয় করে।