ফারুকীর পর অসুস্থ মেয়ে, দোয়া চাইলেন তিশা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসা নিয়ে বাসায়ও ফিরেছেন তিনি। এ তথ্য ফারুকীর স্ত্রী তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন।
এবার তিশা-ফারুকী দম্পতির মেয়ে ইলহাম অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি জানিয়ে তিশা একটি পোস্ট দিয়েছেন। পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিশা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
এতে তিনি লেখেন, ‘আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেন। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’ তবে মেয়ের ঠিক কী হয়েছে, কিংবা হাসপাতালে ভর্তি কিনা, তা খোলসা করে কিছুই জানাননি তিশা।
প্রসঙ্গত, তিশার এই পোস্ট দেখে তার ভক্ত-অনুরাগীরা ইলহাম, ফারুকীসহ তাদের পুরোপরিবারের জন্য শুভ কামনা জানাচ্ছেন।