
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ১১:০২ এএম
আরো পড়ুন
তারেক হাসানের নতুন গান ‘মনের ঘরে লাগছে আগুন’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
গীতিকার তারেক হাসানের কথায় রিলিজ হলো নতুন রোমান্টিক গান ‘মনের ঘরে লাগছে আগুন’। গানটির সুর করেছেন ফরহাদ হোসাইন। কণ্ঠ দিয়েছেন শিল্পী আদনান কবীর।
মিউজিক জামিউল হাসান। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন জহুরুল হক জনি। গানটি টি-মিউজিকের ব্যানারে রিলিজ হয়েছে।
গান প্রসঙ্গে তারেক হাসান বলেন, আশা করি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে।
শিল্পী আদনান কবীর বলেন, এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। গানের প্রতিটি কথা আমাকে আকৃষ্ট করেছে। আশা করি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
তারেক হাসানের নতুন গান ‘মনের ঘরে লাগছে আগুন’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
গীতিকার তারেক হাসানের কথায় রিলিজ হলো নতুন রোমান্টিক গান ‘মনের ঘরে লাগছে আগুন’। গানটির সুর করেছেন ফরহাদ হোসাইন। কণ্ঠ দিয়েছেন শিল্পী আদনান কবীর।
মিউজিক জামিউল হাসান। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন জহুরুল হক জনি। গানটি টি-মিউজিকের ব্যানারে রিলিজ হয়েছে।
গান প্রসঙ্গে তারেক হাসান বলেন, আশা করি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে।
শিল্পী আদনান কবীর বলেন, এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। গানের প্রতিটি কথা আমাকে আকৃষ্ট করেছে। আশা করি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।