×

বিনোদন

বিয়ে নিয়ে যা বললেন সুস্মিতা সেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

বিয়ে নিয়ে যা বললেন সুস্মিতা সেন
   

মাত্র ১৮ বছর মডেলিংয়ে জগৎজোড়া খ্যাতি। ২০ বছর বয়সে বিনোদন জগতে অভিষেক। তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছে তার ব্যক্তিগত জীবনের জন্য। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তার পর ‘বিবি নম্বর ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো অসংখ্য ফিল্মে অভিনয় করেছেন। কেরিয়ারে তেমন গতি না পেলেও তাঁর ব্যক্তিগত জীবন কখনও প্রচারের আলো থেকে সরে যায়নি। 

আরো পড়ুন:  দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন পূজা

ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরের একাধিক নামী-দামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনও রণদীপ হুডা, কখনও মুম্বাইয়ের রেস্তরার মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, আবার কখনো ললিত মোদী, আবার কখনো তার চেয়ে বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে বিয়ে করেননি কাউকেই। এই মুহূর্তে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে তার সংসার। সঙ্গে রয়েছেন সঙ্গী রহমান। তবে কি এবার বিয়ের কথা ভাবছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী?

গত বছর হঠাৎ করেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরে নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। সেই সঙ্গে তার জীবনে ফিরে এসেছে তার পুরনো প্রেমও। তিনি রোহমান শল। ২০১৮ সাল থেকে সুস্মিতার মনের মানুষ তিনি। মাঝে বছর দু’য়েকের জন্য দু’জনের মধ্যে মনোমালিন্য হলেও একে অপরের কাছ থেকে দূরে সরে যাননি কেউই। বরং কাছে এসেছেন পরস্পরের। তবে কি শেষমেশ রোহমানের সঙ্গেই ঘর বাধবেন সুস্মিতা? 

আরো পড়ুন: আর ভালো লাগছে না, ভাবছি বিয়ে করে ফেলব

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে জিজ্ঞেস করতেই অভিনেত্রীর সাফ জবাব, ‘‘জীবনে স্বাধীনতাই সব থেকে প্রিয়।’’ তবে অভিনেত্রীর বিয়েতে অনীহা কিংবা অবিশ্বাস রয়েছে তেমনটা নয়। সুস্মিতার কথায়,‘‘হ্যাঁ এখনো আমাকে বিয়ে নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন। সকলেই চান আমি সংসার করি। আমার যে বিয়েতে অবিশ্বাস রয়েছে তেমন নয়। বিয়ের বন্ধনে আস্থা রয়েছে, আমার চারপাশে আমি অনেক সুখী দম্পতিকে দেখেছি। যাদের মধ্যে অন্যতম আরিয়া সিরিজের আমার প্রযোজক ও পরিচালক। আসলে সফল বিয়েরে পিছনে প্রয়োজন বন্ধুত্ব ও স্বাধীনতা। তাই আমার প্রিয় হচ্ছে স্বাধীনতা।’’ রোহমনের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলসা না করলেও এখনই যে তিনি বিয়ে করছেন না, স্পষ্ট করে দিলেন সুস্মিতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App