১৪ বছর পর ফের ঢাকায় আসছেন শাহরুখ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত
দ্বিতীয় বারের মতো ঢাকায় আসতে যাচ্ছেন বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান। খুব শিগগিরই বলিউডের হার্ড থ্রবকে ঢাকায় আনার ঘোষণা দিয়েছে অন্তর শোবিজ। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটাই জানান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
বর্তমান সময়ে শুধু নিজ দেশ ভারত নয়, বিশ্বের অসংখ্য দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। বাংলাদেশেও রয়েছে শাহরুখ খানের অসংখ্য ভক্ত। এ ভক্তের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে গত বছর শাহরুখের তিন তিনটি বক্স অফিস হিট সিনেমা।
এ বিষয়টি মাথায় রেখেই অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বাংলাদেশের ভক্তদের জন্য শাহরুখ খানকে এদেশে আমন্ত্রণ জানিয়েছেন। স্বপন জানান, সব কিছু প্ল্যান মতো এগোলে চলতি বছরেই শাহরুখকে ঢাকায় নিয়ে আসবেন।
চলতি বছর ঢাকার মাটিতে পা রাখলে এদেশে দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করবেন তিনি। সর্বপ্রথম ২০১০ সালে অন্তর শোবিজের মাধ্যমেই ঢাকায় আসেন শাহরুখ খান।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর আগে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শাহরুখ। ওই লাইভ কনসার্টে অংশ নিতে শাহরুখের সঙ্গে এসেছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অসংখ্য বলিউড তারকা।