পুনম পাণ্ডের মৃত্যু নিয়ে নতুন তথ্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ এএম

ভক্তদের কাঁদিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে গেছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। পুনমের মৃত্যুর খবর যেন বিশ্বাস করতে পারছেন না তার ভক্তরা। ৩২ বছর বয়সী এর নায়িকা পুনম পাণ্ডের জরায়ু-মুখের ক্যান্সারে মৃত্যু হয়েছে। কিন্তু মাত্র তিন দিন আগেই মায়ানগরীতে রাতের পার্টিতে দেখা গিয়েছিল পুনমকে। সেজেগুজেই এসেছিলেন পুনম। দেখে বোঝার উপায় নেই যে, ক্যান্সারে ভুগছিলেন তিনি।
সকলের মুখে একটাই কথা— কখনো কেউ পুনমের মুখে শোনেননি যে, তিনি ক্যান্সারে আক্রান্ত। তা হলে আচমকা কী এমন হল! তবে মৃত্যুর কয়েক দিন আগেই যেন ইঙ্গিত দিয়ে যান পুনম! জানিয়েছিলেন, বড় খবর দিতে চলেছেন। একের পর এক চোখরাঙানি শাশুড়ির, অঙ্কিতা পরাজিত হয়ে ফিরতেই পরিবারের পক্ষ নিলেন ভিকি!
আরো পড়ুন: আরো পড়ুন: যে কঠিন রোগে মারা গেছেন পুনম পাণ্ডে
তবে কি এই সাক্ষাৎকারের মাধ্যমে পুনম ইঙ্গিত করে গিয়েছিলেন যে, তিনি ফের প্রচারে থাকার কৌশল বার করেছেন? না কি সত্যিই নতুন কিছু ভেবেছিলেন যা অধরাই রয়ে গেল? উত্তর খুঁজছেন তার ভক্তরা।
আরো পড়ুন: সার্ভিক্যাল ক্যান্সার কেন হয়, এই রোগে কাদের ঝুঁকি বেশি